নতুন পত্রিকা " সাপ্তাহিক জনমত "
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ সংবাদপত্র সমাজের দর্পণ। সমাজের ভালো মন্দের প্রতিফলন ঘটে সংবাদপত্রে। তাই সংবাদপত্র ও সাংবাদিকের দায়িত্ব অনেকখানি। সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার লক্ষ্য নিয়ে প্রকাশিত হচ্ছে "সাপ্তাহিক জনমত"।
সাপ্তাহিক জনমত- এর প্রকাশ উপলক্ষে ১০ ডিসেম্বর কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিখ্যাত দাবাড়ু গ্ৰ্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবল খেলোয়াড় রহিম নবি , ভারতীয় দলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় হুসেন মুস্তাফি , প্রযোজক পরিচালক ও অভিনেত্রী শিউলি রামানি গোমস্ , অভিনেত্রী পায়েল মুখার্জি , শিল্পী সুরঙ্গমা , সাপ্তাহিক জনমতের সম্পাদক দীপ চক্রবর্তী , প্রকাশক অশিষ কুমার পাল প্রমুখ।
এই অনুষ্ঠানে গ্ৰ্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন , সাপ্তাহিক জনমত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ক'রে বাংলা ও বাঙালিকে নতুন দিশা দেখাবে বলেই তাঁর বিশ্বাস। রহিম নবি বলেন , সমাজে সংবাদপত্র ও সাংবাদিকের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের জন্যই আজ তিনি রহিম নবি হয়ে উঠতে পেরেছেন। এই প্রসঙ্গে তিনি প্রয়াত আলোকচিত্রী রণি রায়ের অবদানের কথা স্মরণ করেন। উল্লেখ্য , রঙিন এই সাপ্তাহিকে রাজনীতি থেকে শুরু করে বিনোদন , ভ্রমণ , খেলাধূলা প্রভৃতি বিভিন্ন বিষয় থাকছে।
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment