বেসরকারি টেলিকম সংস্থার রিচার্জ ডাটা প্যাক এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব AIDYO
সঞ্জয় মন্ডল, কলকাতা:- নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিনই বাড়ছে। ভোজ্য তেল থেকে জ্বালানি তেল , এককথায় জীবনের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত কয়েকগুন বেড়ে গেছে। সব মিলিয়ে নাজেহাল নাগরিক জীবন। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়ে গেছে অন্য দিকে কর্ম হীন মানুষের লাইন ক্রমশ লম্বা হচ্ছে। গোটা জনজীবন এক ভয়াবহ দিশা হীন পথের দিকে এগিয়ে যাচ্ছে। এই অতিমারী পরিস্থিতি জীবনের ছন্দ বদলে দিয়েছে। জীবনের প্রয়োজনীয় জিনিসের তালিকায় বদল এসেছে। ডাল ভাতের মত মোবাইল ও আমদের জীবনে অপরিহার্য হয়ে গেছে।সম্প্রতি সমস্ত বেসরকারি টেলিকম সংস্থার রিচার্জ ডাটা প্যাক এর দাম বিপুল পরিমাণে বাড়ানোর প্রতিবাদে AIDYO'র রাজ্য সম্পাদক মলয় পাল এক প্রেস বিবৃতিতে বলেন...
মোবাইলে পরিষেবা আজ নিত্যপ্রয়োজনীয় আর পাঁচটা জিনিসের মতোই অপরিহার্য। অতিমারি পরিস্থিতিতে সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি যখন খুবই খারাপ, ছাত্র-ছাত্রীদের সামনে অনলাইনে পড়াশোনা ছাড়া কোন রাস্তা তাদের সামনে খোলা নেই, এমনকি বেকার কর্মপ্রার্থীদের চাকরির সুযোগের খোঁজ, তার আবেদনপত্র জমা দেওয়া এবং তার পড়াশোনাও যখন অনলাইন নির্ভর তখন এই পরিস্থিতির সুযোগ নিয়ে মুনাফার স্বার্থে জিও, ভোদাফোন সহ সমস্ত মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলির নেট প্যাক সহ রিচার্জে টাকা ২০-২৫% বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় সংস্থাগুলো জানিয়ে দিয়েছে আগামীদিনে আরও মূল্যবৃদ্ধি ঘটবে। এক্ষেত্রে ট্রাইয়ের সম্পূর্ণ নীরবতা মানুষকে অবাক করেছে। সরকারি টেলিফোন সংস্থা বিএসএনএল কে সুপরিকল্পিত ভাবে পুরোপুরি অকেজো করে দিয়ে দেশের টেলিকম সেক্টরকে বেসরকারি সংস্থাগুলির সম্পূর্ণ দখলদারি কায়েম করতে পূর্বতন কংগ্রেস সরকার সহ, জিও'র 'পোষ্টার বয়' নরেন্দ্র মোদি সরকার কাজ করে চলেছে। আর আজ সেই সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা মুনাফা করতে জিও সহ বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা একতরফা ব্যাপক দামবৃদ্ধি ঘটিয়েছে। এরফলে মধ্যবিত্ত-নিম্নবিত্ত-গরিব সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও বেকার যুবকরা প্রবল আর্থিক অসুবিধার সম্মুখীন হবে।
AIDYO মনে করে একতরফা এই দামবৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য। তাই আমরা দাবি জানাই
প্রথমতঃ, অবিলম্বে এই বর্ধিত ডেটা প্যাক সহ রিচার্জ প্রত্যাহার করতে হবে।
দ্বিতীয়তঃ মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার সংস্থা গুলির উপর নিয়ন্ত্রণ রাখতে ট্রাই কে সক্রিয় ও জনস্বার্থে সদর্থক ভূমিকা পালন করতে হবে।
তৃতীয়তঃ সরকারি টেলিফোন সংস্থা বিএসএনএল কে বন্ধ করার চক্রান্ত না করে বিএসএনএল যাতে সুলভ মূল্যে উন্নত পরিষেবা দিতে পারে তার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী ২০ ডিসেম্বর ২০২১ ডেটা প্যাক ও রিচার্জের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment