খুকুমণি সিঁদুর-আলতার পক্ষ থেকে সংবাদপত্র বিক্রেতাদের স্যানিটাইজার প্রদান
গোপাল দেবনাথ , কলকাতা: করোনা অতিমারীর তৃতীয় ঢেউ এখনও চলছে এই বিশ্বজুড়ে। করোনা অতিমারীর ভ্যাকসিন এর দুটো ডোজ নিয়েও মানুষ শান্তিতে নেই। বহু মানুষ আজও ডাবল ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হচ্ছেন। বহু সংস্থা সাধারণ মানুষের হাতে ইতিমধ্যে তুলে দিয়েছে মাস্ক সহ হ্যান্ড স্যানিটাইজার। এই বাংলার আলতা ও সিঁদুরের প্রখ্যাত ব্র্যান্ড ৫০ বছরের খুকুমণি সিঁদুর-আলতার পক্ষ থেকে সংবাদপত্র বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হল হ্যান্ড স্যানিটাইজার। করোনাকালে সংবাদপত্র বিক্রেতাদের দৈনন্দিন জীবনে নিজেদের সুরক্ষার কথা ভেবেই সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলো বলে জানালেন সংস্থার ডাইরেক্টর অরিত্র রায় চৌধুরী। এই দিন অরিত্র রায় চৌধুরী প্রথম হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন সংবাদপত্র বিক্রেতা হেমন্ত প্রধানের হাতে। এর পরে বহু সংবাদপত্র বিক্রেতাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এই মহতী উদ্যোগে সংবাদপত্র বিক্রেতারা সকলেই খুশি বলে জানা গেল। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are...