পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ভৈরব গাঙ্গুলী কলেজে
নিজস্ব প্রতিবেদন, বেলঘরিয়াঃ মরছে দলিত।। মরছে চাষা // একি মোদির ভালবাসা?? অনেক হলো আচ্ছে দিন।। মোদি এবার জবাব দিন // - লেখা একটি প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে বিক্ষোভ ভৈরব গাঙ্গুলী কলেজ তৃনমূল ছাত্র পরিষদের। লাগাতার ভাবে বাড়ছে দ্রব্যমুল্যের দাম। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোল, ডিজেলের দাম হোক কিংবা জিনিস পত্রের দাম। সবকিছুতেই আগুন ছোঁয়া দাম। বর্তমান এই বহুমুল্যের বাজারে নাভিশ্বাস উঠছে সংসার চালাতে। তারই প্রতিবাদে আজ রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য এবং উঃ ২৪ পরগণা জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি বানীব্রত চক্রবর্তীর নির্দেশে বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলী কলেজের সামনে প্রতিবাদে সোচ্চার হয় কলেজের তৃনমূল ছাত্র পরিষদের সদস্যরা। দমদম সংসদীয় তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাসের তত্বাবধানে বেশ খানিকক্ষন চলে কলেজের গেটে এই প্রতিবাদ। গত দু'বছরে রাজ্য তথা দেশ জুড়ে আর্থিক মন্দায় ভুগছে বহু মানুষ। লকডাউনে কর্মহারা বহু পরিবারও। আয় সেই ভাবে হয় না আর বললেই চলে। তার জেরে নিন্ম মধ্যবিত্ত পরিবারে অভাবের মাঝে কোনোক্রমে কাটছে দিন। তার মধ্যে দফায় দফায় বেড়েই চলেছে জিনিস