অনলাইন প্রতারণা চক্রের ১২ জন প্রতারক
নিজস্ব প্রতিবেদন, ত্রিপুরা: অনলাইন প্রতারণা চক্রে জড়িত ১২ জন হ্যাকারকে ঝাড়খন্ড থেকে ত্রিপুরায় এনে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে পাঠায় সাইবার ক্রাইম ব্রাঞ্চ। ঘটনায় জানাযায় ২০২০সালের ১লা নভেম্বর শান্তির বাজার থানায় একটি মামলা করে নরেশ বিশ্বাস নামে এক আর্মি অফিসার। উনি কর্মসূত্রে কাশ্মীরে ছিলেন। কাশ্মীর থেকে নিজ বাড়ীতে আসার জন্যে ইন্ডিগো বিমানের টিকিট কাটে। সে টিকিট করোনার কারণে ক্যানসেল হয়ে যায়। পরবর্তী সময়ে টাকা ফেরত পাওয়ার জন্য উনি ইন্ডিগোর কাস্টমার কেয়ারে ফোন করেন এবং সেখান থেকে একটি ক্রেডিট অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে বলা হয়। সে মোতাবেক উনি ক্রেডিট অ্যাপস ডাউনলোড করেন এবং কথোপকথনে মা যা প্রয়োজনিয় তিনি তাদের কথামতো তা তা করতে থাকেন। কিন্তু এরই মাঝে উনার একাউন্ট থেকে ১লক্ষ ৭৬হাজার ৫৩৪ টাকা বিভিন্ন ভাবে কেটে নেয়। সে প্রতারণার বিরুদ্ধে উনি শান্তিরবাজার থানায় মামলা করেন। মামলা নম্বর ০৭/২০২০ ধারা ৪২০/১২০/১৬৬/ ইনফরমেশন টেকনোলজি এক্ট ধারায় পুলিশ মামলা নিয়ে ঘটনার তদম্ত করে।
পরবর্তী সময়ে পুলিশ সাইবার ক্রাইম ব্রাঞ্চে পাঠায়। সেখানে সাইবার ক্রাইমের পুলিশ অফিসার বেনজাম দেওয়ান এর নেতৃত্বে ঘটনার তদন্ত করে একটি মাত্র মোবাইল নাম্বার সেখানে পাওয়া যায়। সেই নাম্বারে সূত্র ধরে সাইবার ক্রাইম ব্রাঞ্চ ঝাড়খণ্ডের জেল থেকে ১২ জন প্রতারক কে বিলোনিয়া তে নিয়ে আসে এবং বুধবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে পাঠায়। পুলিশ আদালতে ৮ দিনের পুলিশ রিমান্ডের দাবি করে আদালত ৯ এবং ১০ ই মার্চ পুলিশ রিমান্ডে পাঠায় ১২ জনকে, এর মধ্যে ছয়জনকে বিলোনিয়া থানা এবং ছয়জনকে শান্তির বাজার থানা স্থানান্তর করা হয়,এবং তাদের পুনরায় ১১ই মার্চ আদালতে তোলা হবে বলে জানা যায়।
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment