হোলির আনন্দ ম্লান, জলে ডুবে মৃত্যু তিন নাবালকের
নিজস্ব প্রতিবেদন, আমবাসাঃ মৃত্যু যেন একটা উপলক্ষ্য, গোটা দেশ যেখানে জাতি ধর্ম বর্ণ ভুলে হোলির উৎসবে মেতে উঠেছে সেই আনন্দটা ম্লান করে দিয়ে গেলো এক মর্মান্তিক ঘটনা। ধলাই জেলা সদর আমবাসা স্থিত জহরনগর এলাকায় ১৩৮ নং সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে ঘটে গেলো এক ঘটনা। সংবাদের বিবরণে জানা যায় আমবাসা জহর নগর স্থিত বিএসএফের ১৩৮ নং ব্যাটালিয়ানের সদর কার্য্যালয়ে প্রতি বছরের মত এবারও হোলির উৎসবের আয়োজন করা হয়। ক্যাম্পে থাকা জওয়ান সহ পরিবারের লোকজন হোলির আনন্দে মেতে উঠে। ঠিক তখন এক দুঃসংবাদ আসে। জানা যায় বিএসএফে কর্মরত জওয়ানদের ছেলে মেয়েরা হোলি খেলার পর ক্যাম্পের পাশেই একটি ছড়াতে স্নান করতে যায়। তখনই জলে ডুবে তিনজন নাবালকের মৃত্যু হয়। তাদের সাথে একজন এসে ক্যাম্পে খবর দেয়। সকলেই ছুটে গিয়ে তিনজন কে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর দেওয়া হয় আমবাসা থানায়।
এদিকে কর্তব্যরত চিকিৎসক তিনজন কে মৃত বলে জানান। মৃত নাবালক ছেলেরা আসমান কুমার(১৩), প্রবাল তেওয়ারী( ১২), অজিত জগতাপ( ১৬)। তারা সকলেই বিএসএফ জওয়ানের সন্তান বলে জানা যায়। এদিকে জেলা হাসপাতালে জুড়ে কান্নার রোল উঠে। আজকের দিনে তিন পরিবারের উপর এমন বজ্রপাত হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করেনি কেউ। গোটা বিষয়ে আমবাসা থানার পুলিশ বিস্তারিত জানান। তবে ঘটনার পেছনে কোন রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় মৃত তিনজন নাবালকে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে কর্তব্যরত চিকিৎসক তিনজন কে মৃত বলে জানান। মৃত নাবালক ছেলেরা আসমান কুমার(১৩), প্রবাল তেওয়ারী( ১২), অজিত জগতাপ( ১৬)। তারা সকলেই বিএসএফ জওয়ানের সন্তান বলে জানা যায়। এদিকে জেলা হাসপাতালে জুড়ে কান্নার রোল উঠে। আজকের দিনে তিন পরিবারের উপর এমন বজ্রপাত হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করেনি কেউ। গোটা বিষয়ে আমবাসা থানার পুলিশ বিস্তারিত জানান। তবে ঘটনার পেছনে কোন রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় মৃত তিনজন নাবালকে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment