হিমালয়ান সফরে গিয়ে গান শেখাতে যাওয়া-শহরের দুই সাইকেল আরোহীকে খুকুমণি আন্তর্জাতিক বাইসাইকেল দিবসের প্রাক্কালে সন্মান জ্ঞাপন
গোপাল দেবনাথ, কলকাতা : একজন মানুষ আছেন যিনি পাহাড়ে, পাহাড়ে ঘুরে বেড়ায়, আরেকজন যুবক যিনি স্ট্রিট মিউজিক করেন শহরের রাস্তা থেকে সুন্দরবনের গ্রামে। একজন চন্দন বিশ্বাস, আরেকজন নীলাঞ্জন সাহা। ভাবছেন এঁদের মিল কোথায়! মিল বাইসাইকেল-এ। হ্যাঁ, এঁদের দুজনেরই বাহন বাইসাইকেল। উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের চন্দন আধুনিক সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন নানা পাহাড়ের উঁচু-নিচু রাস্তায়, ঘুরে ফেরেন এমন রাস্তায় যা খুব কম লোকই পাড়ি দিয়েছেন, শুধু অকারণে ঘুরেই বেড়াননি, বানিয়েছেন ডকুমেন্টারি ছবি "চরৈবেতি" দেখানো হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আর এই ঘুরে বেড়ানোটা সবটাই কলকাতা থেকে সঙ্গী বাইসাইকেল। আরেকজন নীলাঞ্জন সাহা কলকাতার রাজপথে স্ট্রিট মিউজিক নিয়ে কাজ করবেন বলে ভেবে ফেলেন এক অভিনব ভাবনা। নাম রাখা হয়েছে "মিউজিক্যাল স্যান্ডউইচ", হ্যাঁ এটাই তাঁর ব্র্যান্ড। এখন অনেকেই তাঁকে সেই নামেই চেনেন।পারফর্ম করেছেন কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল, মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল এর মতো অনুষ্ঠানে। নিজে উদ্যোগী হয়ে করেছেন "কলকাতা ইনস্ট্রুমেন্টাল জ্যামিং ফেস্টিভ্যাল"। গোলপার্কের মোড়ে বাইসাইকে...