বাংলাদেশের ভোটার তালিকায় নাম আলোরানির, বিতর্কে দক্ষিন বনগাঁ বিধানসভার পরাজিত তৃনমূল কংগ্রেসের প্রার্থী


নিজস্ব প্রতিবেদন, ডেস্কঃ বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে দক্ষিন বনগাঁ বিধানসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী আলো রানি সরকারের। অর্থাৎ তিনি বাংলাদেশের নাগরিক। তা সত্বেও তিনি ভারতে থাকাকালিন এই দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। 


দক্ষিন বনগাঁ বিধানসভার নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আলো রানি সরকার। যদিও তাকে হারিয়ে জয়ি হয়েছিলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।পরাজিত হয়ে তিনি পুর্ননির্বাচনের দাবি জানিয়ে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন আদালতে। ১৮ই মে অর্থাৎ বুধবার আলো রানির ইলেকশন পিটিশন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর নির্দেশে খারিজ করে আদালত। এর পাশাপাশি এখন প্রশ্ন উঠছে আলো রানি সরকারের নাগরিকত্ব নিয়ে। তিনি কোন দেশের নাগরিক। এই নিয়ে বিপাকে আলো রানি সরকার। মামলা চলাকালীন ওঠে এই প্রশ্ন। বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে তার। আদালতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের আইনজীবীর এই দাবিতে এখনও জোরালো কোন সওয়াল দিতে পারেননি আলো রানির আইনজীবী। এখন বিতর্কের সামনে আলো রানি। 

বিরোধিদের প্রশ্ন যে, এই দেশের নাগরিক না হয়ে কিভাবে নির্বাচন প্রক্রিয়া অংশ নিয়েছিলেন। দলের পক্ষ থেকেই বা কিভাবে তাকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হলো। এই বিষয়ে নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর। 

আজ এই বিষয়ে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, "জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারা এর ৫ উপ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির নিবন্ধীকরণের জন্য অন্যতম শর্ত হলো ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য বজায় রাখা ও ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সংরক্ষিত করা। একজন বিদেশী নাগরিককে  জনপ্রতিনিধি নির্বাচিত করানোর চক্রান্ত এই আইনি বিধি লঙ্ঘন করেছে।" 


তিনি আরো লিখেছেন, "বনগাঁ দক্ষিণ বিধানসভার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী আলোরানি সরকার বিজেপির জয়ী প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে (প্রা লিঃ কোম্পানির মালকিনের অনুপ্রেরণায়) ইলেকশন পিটিশন দায়ের করেন। সেই মামলা খারিজ করে দেন মহামান্য কলকাতা হাইকোর্ট। কারণ অবিশ্বাস্য ও আশ্চর্যজনক হলেও সত্যি ! " 


"বাংলাদেশের ভোটার লিস্ট-এ আলোরানি সরকারের নাম রয়েছে, তাই আলোরানি সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেননা। নাগরিকত্বের বর্তমান অবস্থা খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ে।"




বর্তমানে বনগাঁ দক্ষিণ বিধানসভার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী আলোরানি সরকার বীজপুরে থাকেন। নির্বাচনের সময় মনোনয়নপত্রে উল্লেখ নেই তার স্বামীর কথা। তবে প্রথম থেকেই অনবরত বিজেপি প্রার্থী স্বপন মজুমদার  দাবি করে গিয়েছেন যে, আলো রানি সরকার প্রকৃতই বাংলাদেশের বরিশালের নাগরিক। তার স্বামী হরেন্দ্রনাথ সরকার সেই দেশের একজন চিকিৎসক। 

 






About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGK...

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো