সম্পন্ন হল প্রথম বর্ষ অন্তরঙ্গ নাট্য উৎসব
উৎসবের প্রথম দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা শ্রী বিজয় মুখোপাধ্যায় এবং শ্রীমতি হৈমন্তী চট্টোপাধ্যায় (সদস্য সচিব নাট্য আকাদেমি, প:ব: সরকার) প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন। বিশিষ্ট অতিথি ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেইদিন এই সংস্থার ভাবনা সঙ্গীত ও নাট্য বিষয়ক ক্রোড়পত্র প্রকাশিত হয়।
উৎসবের মঞ্চসজ্জা থেকে শুরু করে সমগ্র অনুষ্ঠান পরিচালনার মধ্যে বিশেষ দক্ষতা দেখিয়েছে সবেমাত্র তিনে পা বাড়ানো এই নাট্যদল ।
এই উৎসবে মঞ্চস্থ প্রতেকটি নাটক বিষয় ও অভিনয় গুনে সতন্ত্র । বর্তমান সমাজে উপেক্ষিত ও বহুল চর্চিত বিষয় ভাবনা নিয়ে অভিনীত নাটকগুলো দর্শকদের আপ্লুত করেছে।
দ্বিতীয় দিনে আয়োজক সংস্থার নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দৃষ্টিদান’ সকল দর্শকদের মুগ্ধ করেছে । রাজশ্রী নির্দেশিত এই নাটক এর আগেও বহুবার অভিনীত হয়েছে এবং ইতিমধ্যে দর্শকদের মন স্পর্শ করেছে। মঞ্চসজ্জা, আলো ও আবহের এহ্যস্পর্শে এই নাটক আরও জীবন্ত হয়ে উঠেছে সকলের মনে।
এই নাটকে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে রাজশ্রী, সুদর্শন দাস, নীলাঞ্জন পাল, ড: সৌরভ চন্দ্র, তাপসী কুমার, চুমকি সরকার, অজেয় বেরা, অনন্যা সাহা ও অপর্ণা পাকিরার অভিনয় বিশেষ উল্লেখযোগ্য।
করোনা অতিমারী পরিস্থিতির পর মঞ্চ নাটকের প্রত্যাবর্তন ও নিষ্ঠাসহ বিভিন্ন নাটকের মঞ্চায়ন নিঃসন্দেহে শিল্প ভাবনার পথ প্রসারিত করবে সেই আশা রাখা যেতেই পারি।
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment