Posts

Showing posts from December, 2022

রুবেলা ও হামের সরকারি টিকা প্রদান কর্মসূচিতে গ্রামীণ চিকিৎসকেরা

Image
  সঞ্জয় মন্ডল, বড়জোড়া :- আগামী 9ই জানুয়ারি থেকে সারা রাজ্যে শুরু হতে চলেছে হাম ও রুবেলা টিকাকরণ অভিযান।এই কর্মসূচি চলবে 11 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত।সারা দেশ জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূত্র মাধ্যমে জানা গেছে হাম ও রুবেলা সংক্রমণ থেকে রক্ষা পেতে 9 মাস বয়সী শিশু থেকে 15 বছরের কম বয়সী সমস্ত কিশোর / কিশোরী কে এই অভিযান চলাকলীন প্রতিষেধক নিতে হবে। 9মাস থেকে 15 বছর বয়সী কোনো কিশোর বা কিশোরী এই টিকা নেওয়া থাকে তাদের ও এই টিকা নিতে হবে। এই প্রতিষেধক পাওয়া যাবে সব বিদ্যালয়ে , অঞ্চল ভিত্তিক কিছু জায়গায় , অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। হাম এবং রুবেলার টিকাকরণ কর্মসূচি যাতে সম্পুর্ণ ভাবে সফল করার লক্ষ্যে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।  এদিন বড়জোড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক গোটা ব্লকের গ্রামীণ চিকিত্সক দের নিয়ে একটি মিটিং করেন। এই মিটিং এ ব্লক স্বাস্থ্য আধিকারিক নিজে হাম এবং রুবেলার মত ভয়ঙ্কর ব্যাধি নিয়ে সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি এই টিকাকরণ কর্মসূচিকে সফল করার জন্য ডাক দেন।  এদিন এই সভায় উপস্থিত  ছিলেন গ্রামীন চিকিত্সক দের সংঘটন P.R....

পৌষ উৎসবের আয়োজন শান্তিনিকেতনের ছাতিমতলায়

Image
  সুপ্রভাত ঘটক,বীরভূম:- রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের পৌষমেলা বিশ্বভারতী কতৃক এবছর ও প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না।তবে ৭ ই পৌষ কিন্তু ছাতিমতলায় পৌষ উৎসবের আয়োজন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।এদিন বৈদিক মন্ত্র পাঠ, রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হল পৌষ উৎসবের অনুষ্ঠান।পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট কর্তৃক পৌষমেলা যে এবছর ও হচ্ছেনা তা আগে ভাগেই টের পাওয়া গিয়েছিল। পৌষমেলা না হওয়ার পাশাপাশি পৌষ উৎসব নিয়েও দেখা গিয়েছিল টালবাহানা। কারণ পৌষ উৎসবের আয়োজন হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, পড়ুয়াদের আন্দোলনের জের তথা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে থাকলে পৌষ উৎসবের আয়োজনে কোনও অসুবিধা নেই।সেই অনুযায়ী আজ ৭ পৌষ শুক্রবার,গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় বৈতালিক ও সকাল ৬ টায় শান্তিনিকেতন গৃহে সানাই। সকাল সাড়ে ৭টায় ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে ঘরোয়া ভাবে শান্তিনিকেতনে পালিত হচ্ছে পৌষ উৎসব।

আচার্য তুলসী একাডেমী অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই মুহূর্তে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে রয়েছি যে সময়ে সমগ্র বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ পদধ্বনি। আর এবার সেই পদধ্বনির সঙ্গে পা মেলালেন অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। প্রয়োজন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে ঐক্যবদ্ধভাবে অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল আয়োজন করেছিল একটি দুই দিনের ফুটবল ম্যাচ, যে ম্যাচটিতে প্রয়োজন এবং ওআইএসের শিশুদের উৎসাহপূর্ণ অংশগ্রহণ এককথায় সত্যিই চোখে পড়ার মত। উভয় তরফের এই যৌথ প্রচেষ্টার ফলস্বরূপ এক রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের পরে ১৬ ডিসেম্বর ওআইএস স্কুলের ক্রীড়াঙ্গনে শেষ হয় দুই দিনের এই ফুটবল ম্যাচ। অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল এবং প্রয়োজন দ্বারা আয়োজিত এই বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল ওআইএসের তৃতীয় শ্রেনির ১১জন শিক্ষার্থী এবং প্রয়োজনের তত্ত্বাবধানে থাকা ১১ জন শিশু। লিটল চ্যাম্পস এবং লিটল আইডল – এই দুই নামাঙ্কিত দলে ভাগ হয়ে শিশুরা এই খেলায় অংশগ্রহণ করেছিল।সবথেকে চমৎকার বিষয় হল, এই খেলায় ওআইএসের শিক্ষার্থীরা বা প্রয়োজনের শিশুরা কেবলমাত্র তাদের বিদ্যালয় বা সংস্থার প্রতিনিধিত্...

আচার্য তুলসী অ্যাকাডেমি অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপন

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: আচার্য তুলসী অ্যাকাডেমি অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা উদযাপন করলো বিশ্ব মৃত্তিকা দিবস। এই উদ্যোগের অঙ্গ হিসাবে স্কুল চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই আয়োজনের অন্যান্য আকর্ষণ বিন্দুগুলি হল মৃত্তিকা সংরক্ষণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য, লেখা প্ল্যাকার্ডের প্রদর্শনী ও মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে তৈরি করা একটি তথ্যচিত্রের সম্প্রচার।  স্থিত আচার্য তুলসী অ্যাকাডেমি অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা আজ সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যপ্রদ মাটি' শীর্ষক উদ্যোগ লক্ষ করেছে। স্টুডেন্ট কাউন্সিলের মেম্বারগণ স্কুল ক্যাম্পাসের মধ্যেই একটি বৃক্ষরোপণ প্রোগ্রামের আয়োজন করে যেটিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি নিরন্তর অ্যাক্টিভিটি হিসাবেই ভবিষ্যতেও চালিয়ে যেতে চায়। স্কুলের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এখানে নিয়মিতভাবে নতুন চারাগাছ রোপণের পাশাপাশি গাছেদের বিকাশ ও বৃদ্ধির অনুকূল পরিবেশ সুনিশ্চিত করা ছাড়াও ছোট-ছোট চারাগাছের বেড়ে ওঠার ব্যাপারেও ধারবাহিকভাবে নজর দেওয়া হবে বলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদ...