পৌষ উৎসবের আয়োজন শান্তিনিকেতনের ছাতিমতলায়
সুপ্রভাত ঘটক,বীরভূম:- রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের পৌষমেলা বিশ্বভারতী কতৃক এবছর ও প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না।তবে ৭ ই পৌষ কিন্তু ছাতিমতলায় পৌষ উৎসবের আয়োজন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।এদিন বৈদিক মন্ত্র পাঠ, রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হল পৌষ উৎসবের অনুষ্ঠান।পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট কর্তৃক পৌষমেলা যে এবছর ও হচ্ছেনা তা আগে ভাগেই টের পাওয়া গিয়েছিল। পৌষমেলা না হওয়ার পাশাপাশি পৌষ উৎসব নিয়েও দেখা গিয়েছিল টালবাহানা। কারণ পৌষ উৎসবের আয়োজন হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, পড়ুয়াদের আন্দোলনের জের তথা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে থাকলে পৌষ উৎসবের আয়োজনে কোনও অসুবিধা নেই।সেই অনুযায়ী আজ ৭ পৌষ শুক্রবার,গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় বৈতালিক ও সকাল ৬ টায় শান্তিনিকেতন গৃহে সানাই। সকাল সাড়ে ৭টায় ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে ঘরোয়া ভাবে শান্তিনিকেতনে পালিত হচ্ছে পৌষ উৎসব।
Comments
Post a Comment