রুবেলা ও হামের সরকারি টিকা প্রদান কর্মসূচিতে গ্রামীণ চিকিৎসকেরা

 


সঞ্জয় মন্ডল, বড়জোড়া :- আগামী 9ই জানুয়ারি থেকে সারা রাজ্যে শুরু হতে চলেছে হাম ও রুবেলা টিকাকরণ অভিযান।এই কর্মসূচি চলবে 11 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত।সারা দেশ জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূত্র মাধ্যমে জানা গেছে হাম ও রুবেলা সংক্রমণ থেকে রক্ষা পেতে 9 মাস বয়সী শিশু থেকে 15 বছরের কম বয়সী সমস্ত কিশোর / কিশোরী কে এই অভিযান চলাকলীন প্রতিষেধক নিতে হবে। 9মাস থেকে 15 বছর বয়সী কোনো কিশোর বা কিশোরী এই টিকা নেওয়া থাকে তাদের ও এই টিকা নিতে হবে। এই প্রতিষেধক পাওয়া যাবে সব বিদ্যালয়ে , অঞ্চল ভিত্তিক কিছু জায়গায় , অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। হাম এবং রুবেলার টিকাকরণ কর্মসূচি যাতে সম্পুর্ণ ভাবে সফল করার লক্ষ্যে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।  এদিন বড়জোড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক গোটা ব্লকের গ্রামীণ চিকিত্সক দের নিয়ে একটি মিটিং করেন। এই মিটিং এ ব্লক স্বাস্থ্য আধিকারিক নিজে হাম এবং রুবেলার মত ভয়ঙ্কর ব্যাধি নিয়ে সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি এই টিকাকরণ কর্মসূচিকে সফল করার জন্য ডাক দেন।



 এদিন এই সভায় উপস্থিত  ছিলেন গ্রামীন চিকিত্সক দের সংঘটন P.R.M.P.W.A. ।সংঘটনএর বড়জোড়া ব্লকের নেতা প্রভাত শীট জানান " এর আগেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সব কর্মসূচিতেই তাদের সংঘটন এর প্রতিটি সদস্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনেও দেবে। এর পাশপাশি প্রভাত বাবু এই কথাও জানান যে বর্তমান সরকার তাদের গ্রামীন চিকিত্সক এর মর্যাদা দিয়েছে। সংঘটন এর পক্ষ থেকে দাবী করা হয় তাদের যদি মাঝে মাঝে প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয় তাতে রাজ্যের চিকিত্সক ও চিকিত্সার গুনগত মান বাড়বে। এর পাশপাশি অন্যান্ন জেলার মত তাদের কে যদি হেল্থ সার্ভিস প্রভাইডার এর পরিচয় পত্র এর দবী রাখে। ব্লক স্বাস্থ্য আধিকারিক এই দবীর কথা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানবেন বলে আশ্বাস দিয়েছেন।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ