Posts

Showing posts from July, 2023

পরিচালক অর্ণব রিঙ্গো ব্যানার্জির অভিমত

Image
  নিজস্ব প্রতিবেদন:"পিলকুঞ্জ", প্রজেক্ট 'টাইগার'- এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি। ২০১৭ সালে উত্তর ভারতে, একটি সংরক্ষিত ব্যাঘ্র অভয়ারণ্যে এক ভয়াবহ কেলেঙ্কারীর উদয় হয়। যা দেশের শীর্ষস্থানীয় পদাধিকারীদের পর্যন্ত নাড়া দিয়েছিল। এবং রহস্যজনক ভাবে দেখা গেছিলো, যারা নিজেদের স্বেচ্ছায় অমন ভয়ংকর মৃত্যুবরণ করেছিলেন,  তাঁরা শুধুমাত্র ক্ষতিপূরণের টাকার জন্যে এই আত্মত্যাগ করেছিলেন। সঠিক কোনো তথ্য উন্মোচিত না হওয়া পর্যন্ত...  স্বাভাবিক ভাবেই এই ঘটনা চক্রের পরিপ্রেক্ষিতে  প্রাথমিক স্তরে বাঘের নৃশংস মানুষখেকো আচরণকেই দোষারোপ করা হয়েছিলো। কড়া সরকারি পদক্ষেপের পরবর্তীকালে এই ঘৃণ্য কেলেঙ্কারীটি বন্ধ হয়। কিন্তু অর্থের বিনিময়ে বলিদানের এই রক্ত হিম করা তথ্যগুলি এখনও সেই এলাকার স্মৃতিতে তাজা।  আজও স্মৃতিরোমন্থন করে শিউরে ওঠেন, যারা উত্তর ভারতের গ্রামে সেই ভয়াবহ ঘটনাবলীর প্রত্যক্ষদর্শী ছিলেন। এই সবের প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিই এমন ভয়াবহ ঘটনার ওপর চিত্রনাট্য তৈরি করার। আমার এই অভিলাষা কে রূপায়ণ করতে প্রচুর সাহায্য করেছেন KLiKK পরিবারের সবাই। তাদের সবার কাছে আমি কৃ...

প্রেস ক্লাবে ঐন্দ্রিলার বই প্রকাশ

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: যে বয়সে তাঁর সহপাঠীরা খেলাধুলা করে বেড়াচ্ছে। সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে ফেললেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউ এ ই তে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সবাইকে চমকে দিয়েছে এই খুদে লেখিকা শিশু ও তারুণ্যের প্রতীক । তাঁর এই বই প্রকাশ পেয়েছে নোশান প্রেস থেকে। বইয়ের নাম "দ্য এডভেঞ্চারস অফ দ্য লিজেন্ডারি কুইন" । ই কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্টে এই বইটি সহজ লোভ্য। এটি তাঁর  প্রথম বই। ইতিমধ্যে ইয়ুথ ইন্ডিয়ান রাইটার পুরস্কার পেয়েছেন ঐন্দ্রিলা চক্রবর্তী।বুধবার কলকাতা সাংবাদিক তাঁবুতে প্রকাশিত হল ঐন্দ্রিলার বইটি। নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনি শংকর চক্রবর্তী , চিত্রা লাহিড়ী , সত্যব্রত ঘোষ,ভাস্বর চ্ট্টপাধ্যায়,উমা ভট্টাচার্য , মৃগাঙ্ক ব্যানার্জী ও সুমন গুপ্ত শর্মা সহ সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিংস্টন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। সে আগামীতে আরো বড় লেখিকা হয়ে উঠুক প্রার্থনা করলেন সকলেই। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল কিংস্টন এডুকেশন ইন্সটিটিউট,বারাসাত।

কলকাতার সবচেয়ে উঁচু এবং বিলাশবহুল আবাসন

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: খাস কলকাতার বুকে প্রকৃতির মাঝে নিজের মনের মত 'ঠিকানা' খুঁজছেন? যেখানে আধুনিকতা এবং প্রকৃতির মেলবন্ধন সম্ভব; তাহলে আপনার জন্য রইল সেই ঠিকানার খোঁজ - মার্লিন গ্রুপের সেরেনিয়া। বিটি রোডের ওপরে বনহুগলিতে তৈরি হচ্ছে উত্তর কলকাতার সব থেকে উঁচু এবং বিলাশবহুল আবাসন, যা আপনার ভবিষ্যতের ঠিকানা হতে পারে। মার্লিন গ্রুপের এই আধুনিক সেরেনিয়াকে সকলের সামনে তুলে ধরেছেন অভিনেতা ও অভিনেত্রী দেব এবং রুক্মিণী।    তিনদিক খোলা প্রতিটি শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট সীমাহিনতার সাথে সমার্থক। ২৮ তলা এই আবাসন থেকে মনে হবে আকাশের তারা আপনার নাগালের মধ্যেই। সূর্যের নরম আলো, ঠান্ডা বাতাস , লেক এবং সবুজের সমারোহ আপনার মনকে ফুরফুরে করে তুলবে । মোট ৪.৫ একর সবুজ এলাকার মাঝে বিস্তৃত এই আবাসন মন কাড়বে আপনারও । মার্লিন গ্রুপ এবং ইডেন রিয়েলটি এর যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক আবাসন। আবাসনের ভিতরে থাকছে অন্যান্য প্রচুর আধুনিক সুযোগ-সুবিধা, যা এই প্রকল্পকে অন্যদের থেকে আলাদা করতে পেরেছে। বিস্তীর্ণ সুইমিং পুল থেকে শুরু করে যা দিগন্তের সাথে মিশে যাওয়া স্কাইওয়াক। অত্...

মুক্তি পেল ' মায়া '

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজর্ষি দে-র মায়া, ম্যাকবেথ থেকে গৃহীত একটি গল্প থেকে চলচ্চিত্রে রূপায়ন। এর গল্প লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে। মূল প্লটের মধ্যে বেশ কয়েকটি চরিত্র এবং সাবপ্লট সহ এই চলচ্চিত্রটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হৃদয়হীনতা এবং নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণের মাধ্যমে প্রতিটি চরিত্রকে তাদের মতো আচরণ করতে পরিচালিত করে তার বার্তা বহন করে। এটি বাংলা সিনেমার জগতে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথের অন্যতম রূপান্তর। 'মন্দার' যদিও আগে দেখেছি আমরা, তবে তা ছিল ওটিটি প্ল্যাটফর্মে। তাই বলাই যায় এই ছবিটি চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায় প্রথম ম্যাকবেথের রূপান্তর। চলচ্চিত্রটির অফিসিয়াল গ্র‍্যান্ড প্রিমিয়ার আজ শহরের আইনক্স সাউথ সিটি মলে চলচ্চিত্রের অভিনেতা- অভিনেত্রী এবং কলাকুশলীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস দ্বারা উপস্থাপিত এবং দেবদাস ব্যানার্জি ও রোহিত ব্যানার্জী প্রযোজিত এই ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলা সহ বাংলার ১৯ জন শীর্ষ অভিনেতা রয়েছেন যিনি বাংলাদেশের একজন সফল অভিনেত্রী। এটি ভারতে মিথিলার প্রথম চলচ্চিত্র। তাঁর অন্য একটি প...

রাজভবনে চিকিৎসকদের প্রতিনিধি দল

Image
সঞ্জয় মন্ডল, কলকাতা: গত ১লা জুলাই থেকে ৭ ই জুলাই NEET পরীক্ষা চালুর প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টার থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ রাজভবনে রাজ্য পালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র,কলকাতা জেলা সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া ও কলকাতা জেলা যুগ্ম সম্পাদক ডাঃ চন্দন কুমার শীট।      মেডিকেল সার্ভিস সেন্টার -এর রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন,"সারা ভারতবর্ষের চিকিৎসকসমাজ, চিকিৎসা পেশার সাথে যুক্ত সর্বস্তরের মানুষ ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক নেক্সট চালুর প্রতিবাদে সোচ্চার হয়েছে । আমরা এর সাথে এ কথাও জানিয়ে এসেছি এনএমসি (National Medical Commission) যদি নেক্সট (NExT- National Exit Test) চালু করে তা শুধু ছাত্র স্বার্থ বিরোধী তাই নয় সার্বিকভাবে জনসাধারণের চিকিৎসার মান ও ভীষণভাবে নিম্নগামী হবে। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা পেশার এই ভয়াবহ ক্ষতি রুখতে আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান।"