মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের
বাণীব্রত দত্ত: নেশাগ্রস্ত যুবকের তান্ডবে ইন্ডিগো বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা, MBB বিমানবন্দরে নিরাপদ অবতরণ। লেন্ডিং এর পূর্বে ফ্লাইং অবস্থায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান। বৃহস্পতিবার কলকাতা থেকে আগরতলা আসার পথে ইন্ডিগো বিমানের এক যাত্রীর প্লেনের দরজা খুলার চেষ্টা করে বহুবার। যাত্রী এবং বিমানের কর্মীদের চেষ্টায় তাঁকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নিরাপদে লেন্ডিং করে এই বিমান। কলকাতা থেকে আগরতলা আসার পথে গুয়াহাটি থেকে ইন্ডিগো বিমানে উঠেছিল বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তি। আগরতলা আসার সময় আকাশ পথে বেশিরভাগ সময় ছিল স্বাভাবিক। কিন্তু লেন্ডিং এর প্রায় ১০ মিনিট আগে ফ্লাইং অবস্থায় প্লেনের দরজা খোলার চেষ্টা করে রাজদীপ। প্রথমে এয়ার হোস্টেস তাকে বাঁধা দেওয়ার চেষ্টা কর। কিন্তু বিমানের সেবিকাকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিমানে থাকা অন্যান্য কর্মীরা ছুটে এলেও তাঁকে থামাতে হিমশিম খায়। ছুটে আসে বিমানের যাত্রীরা। তারপরই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তাঁকে। জানা গেছে নেশাগ্রস্থ অবস্থায় বিমানে উঠেছিল সে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের যাত্রীদের মধ্যে ব্যাপক চা...