Posts

Showing posts from October, 2023

সম্পন্ন হয় গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজার খুঁটি পূজোর অনুষ্ঠান

Image
শুভ ঘোষ, কলকাতা: দুর্গাপূজা যেতে না যেতেই আপামর বাঙালি মাতে শ্যামা মায়ের পুজো আরাধনায়। উত্তর কলকাতার পোস্তার গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এই বছরেরও শ্যামা পুজোর প্রস্তুতি শুরু করে দিলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। ৫০তম বর্ষের ভাবনাতেও থাকছে চমক। তা বোঝা গেলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। পোস্তা গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের সভাপতি শচীন ত্রিপাঠীর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা তৃণমূল নেত্রী স্মিতা বক্সী ,শ্রীমান সঞ্জয় বক্সী,তৃণমূল নেতা সৌম্য বক্সি,সমাজসেবী দ্বারা সিং,  ব্যাগেশ মিশ্রা, উত্তম সংকার,সুরাজ সিং, মানোজ যাদব,মানব জাসওয়াল,রাজীব তেওয়ারি সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা । 

নিভলো অমলের আলোর দুনিয়া

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: নিভলো অমলের আলোর দুনিয়া। চলে গেলেন বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী। আজ সকাল ১০টা বেজে ৩০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন তিনি। শেষ হয়ে গেল একটা যুগ। অমল আলোয় চিরদিন তিনি থেকে যাবেন আমাদের মধ্যে। এমনই বলছেন শিল্পীরা।  কাগজের প্রথম পাতায় কার্টুন আঁকার রেওয়াজ বাংলায় শুরু হয়েছিল অমল চক্রবর্তীর হাত ধরেই। বছরের পর বছর ধরে তার আঁকা কার্টুন দেখেছে বহু পাঠকেরা। অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায় কার্টুন এঁকেছেন একসময়ে। পরবর্তীতে ১৯৯২ সালে ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার জন্মলগ্ন থেকেই সেখানে চাকরি করতেন অমল চক্রবর্তী।  ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত তাঁর পকেট কার্টুন ‘অমল আলোয়।’  এক মাস আগে হঠাৎই পায়ে একটি সংক্রমণ দেখা যায় কার্টুনিস্ট অমল চক্রবর্তী। তবে বয়সটা বেশি হওয়ায় সংক্রমণটি সারছিলো না। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা শরীরে । সেপটিসেমিয়ায় আক্রান্ত...

বই প্রকাশের মাধ্যমে জন্ম ভূমির তর্পণ

Image
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: পিতৃ পুরুষকে তর্পণ করে সূচনা হয়েছে দেবী পক্ষের। আর এই সূচনা পর্বেই নিজের নিজের সৃষ্টি দিয়ে জন্ম ভূমির তর্পণ করলেন বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না গ্রামের দুই ভূমিপুত্র কৃষ্ণেন্দু বটব্যাল ও সুজয় ঘোষাল। সাহিত্য প্রতিভা তথা কবি কৃষ্ণেন্দু বটব্যাল রচিত ও শব্দপ্রতিমা প্রকাশনা প্রকাশিত কাব্যগ্রন্থ " অভিলাষার হলুদ খামে ও সাহিত্যিক সুজয় ঘোষাল রচিত " পখন্না গ্রামের ইতিবৃত্ত ও একাল " বই দুটির প্রকাশ হয়। বই প্রকাশের মোড়ক উন্মোচনের মঞ্চে উপস্থিত ছিলেন পখন্না গ্রামের কৃতি সন্তান তথা ভারতীয় সেনাবাহিনীর অবসর প্রাপ্ত কর্ণেল সুহাস ঘোষাল , কবি তরুণ গোস্বামী, বিশিষ্ট সাংবাদিক তথা লালমাটি সংবাদের সম্পাদক প্রদীপ বন্দোপাধ্যায় ,পখন্না পঞ্চায়েতের উপপ্রধান অনুপম গোস্বামী সহ একাধিক বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রত্যেক বক্তাই পখন্না গ্রামের সংস্কৃতি ও তার চর্চার অতীত ও বর্তমান সময়ের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলো নজর কাড়া। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নের মূল কারিগর ছিলেন পখন্না গ্রামের সংস্কৃতি মনস্ক উদ্যোগী যুবক অনাথ বন্ধু গরাই।

অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর আয়োজনে কিং এন্ড কুইন অফ দ্য টেবিল- ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩

Image
গোপাল দেবনাথ , কলকাতা: কি এন্ড কুইন অফ দ্য টেবিল এই শিরোনামে ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩ আয়োজিত হলো। আয়োজনে অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর পূন্য লগ্নে বাগুইআটি অশ্বিনী নগরে সন্তোষ মল্লিক স্মৃতি সংঘে আয়োজিত হয়েছিল ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ। আয়োজক বডিবিল্ডার ও অভিনেতা অশোকরাজ এর মূল ভাবনা ছিল নিজের শক্তি প্রদর্শন করো। যাতে নারী ও শিশুরা শক্তিশালী হতে পারে এবং নিজের সুরক্ষা যেন নিজেই দিতে পারে। এইদিনের অনুষ্ঠান মঞ্চে আর্ম রেস্টলিং এ মোট ৩৩ জন অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন মহিলা ৫ জন এবং শিশু ৩ জন। প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া।  প্রতিটি ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় ব্যায়ামবীর বিমল কুমার চন্দ, এল্টন ম্যাকডরমট, অঞ্জন পাল এবং অভিষেক গুপ্তা। প্রতিযোগীদের উৎসাহ দেন সন্তোষ মল্লিক স্মৃতি সঙ্ঘের সাধারণ সম্পাদক আশীষ সাহা। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আর্ম রেস্টলার ও অভিনেতা অশোকরাজ এর এই উদ্যোগ এক কথায় অভিনন্দন যোগ্য। তিনি যে ভাবে এই খেলাটিকে বাংল...