সম্পন্ন হয় গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজার খুঁটি পূজোর অনুষ্ঠান
শুভ ঘোষ, কলকাতা: দুর্গাপূজা যেতে না যেতেই আপামর বাঙালি মাতে শ্যামা মায়ের পুজো আরাধনায়। উত্তর কলকাতার পোস্তার গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এই বছরেরও শ্যামা পুজোর প্রস্তুতি শুরু করে দিলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। ৫০তম বর্ষের ভাবনাতেও থাকছে চমক। তা বোঝা গেলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। পোস্তা গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের সভাপতি শচীন ত্রিপাঠীর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা তৃণমূল নেত্রী স্মিতা বক্সী ,শ্রীমান সঞ্জয় বক্সী,তৃণমূল নেতা সৌম্য বক্সি,সমাজসেবী দ্বারা সিং, ব্যাগেশ মিশ্রা, উত্তম সংকার,সুরাজ সিং, মানোজ যাদব,মানব জাসওয়াল,রাজীব তেওয়ারি সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা ।