Posts

Showing posts from February, 2024

প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি

Image
  নিজস্ব প্রতিবেদন, পানিহাটি: প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি। দীর্ঘ বছর ধরে ঘোলা এসোসিয়েশন নামে এক প্রশিক্ষণ কেন্দ্রে বাচ্চাদের ফুটবল খেলা শেখাতেন তিনি। বিনা পারিশ্রমিকে মানুষদের সেবা দিয়েছেন তিনি অনবরত। বছরের পর বছর সুব্রত ব্যানার্জী ওরফে বাবু সোদপুর ঘোলা হাইস্কুলের মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণ দিতেন বাবু। আজ সকালে তার আকস্মিক মৃত্যুতে শোকে কাতর তার অনুগামীরা। ছোট ছোট বহু খেলোয়াড়রা আসেন এদিন সুব্রত ব্যানার্জীকে শেষ শ্রদ্ধা জানাতে।  সব খেলার সেরা বাঙালির ফুটবল। আর এই কথা বললেই পানিহাটি পৌরাঞ্চলে একজনের নাম আগে উল্লেখিত তিনি হলেন অন্যতম ফুটবলার সুব্রত ব্যানার্জী। কোনো বেতন নিতেন না। নিজের ভালোবাসা দিয়ে প্রশিক্ষণ দিতেন বহু ফুটবলারদের। তিনি তার ছাত্র ছাত্রীদের একটা কথা শেখাতেন, কঠোর পরিশ্রম করো । সাফল্যতা নিশ্চয়ই পাবে। সুব্রত স্যারের বলা এই কথা আর কেউ বলবে না। কেউ আর মাঠে নিয়ে গিয়ে ফুটবল খেলা শেখাবে না। এই বলে কান্নায় ভেঙে পড়ে তার অনুগামীরা।

আয়কর দপ্তরের ক্লাবের উদ্যোগে Joy of Sharing

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: ট্যাগলাইন Joy of Sharing, আসুন একসাথে বাঁচি।  বুধবার ৩১শে জানুয়ারি আয়কর দপ্তরের ক্লাবের উদ্যোগে এবং এডমিনিস্ট্রেশনের সক্রিয় সহযোগিতায় এক মহতী উদ্যোগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রী মনোরঞ্জন পানিগ্রাহী। এইদিন দ্বিপ্রহরে আয়কর এনেক্স বিল্ডিং এর নিচে এই মহতী উদ্যোগটি সুসম্পন্ন হয় । এই উদ্যোগ সম্পর্কে দেবাশীষ সাউ বলেন এই উদ্যোগের মূল লক্ষ হল আপনার বাড়ির অতিরিক্ত সামগ্রী বা স্বল্প পরিধেয় জামাকাপড় যা আপনার কোনো কাজে লাগছে না কিন্তু আপনার দেওয়া জিনিসগুলো অন্যের প্রয়োজন মতো কাজে লাগানো। যারা তাদের ব্যবহৃত সামগ্রী বা জামাকাপড় অথবা অন্যান্য ব্যবহার্য অতিরিক্ত জিনিস দেবেন তাদের দেওয়া জিনিসগুলো সংগ্রহ করে এখানে রাখা থাকবে। সেই জিনিসগুলোর এর মধ্যে যার যেটা প্রয়োজন সেটা তিনি খুশি মনে সংগ্রহ করতে পারবেন । ক্লাবের সকল সদস্যদের ধারাবাহিক অংশগ্রহণ একান্তই প্রয়োজন এই উদ্যোগ কে টিকিয়ে রাখার জন্য। আমরা প্রাথমিক ভাবে এখানে সফল হলে অন্যান্য বাড়িতেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি। তবে সমস্ত সদস্যদের কাছে আমাদের অনুরোধ তাঁরা যেন জামা কাপড...

লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তি উৎসব

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: ছাত্রীদের শিক্ষা সমাজ গঠনে বিরাট ভূমিকা নেয়। এই কথা মাথায় রেখে লেকটাউন অঞ্চলে আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। এলাকার ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এক বিরাট ভূমিকা নেয়। ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে গত ২৯ জানুয়ারি সোমবার এবং ৩০ শে জানুয়ারী মঙ্গলবার দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো সুবর্ণজয়ন্তীবর্ষ অর্থাৎ ৫০তম বর্ষপূর্তি। এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী বাসুদেব মহাশয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি শ্রবনা চৌধুরী'র আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছিলেন আই.এস.আই কলকাতার প্রাক্তন পরিচালক পদ্মশ্রী ডাঃ বিমল কুমার রায়,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নিনির্বাপন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী সুজিত বসু সহ বিশিষ্টজন। বিদ্যালয়ের ছাত্রীদের গাওয়া উদ্বোধনী সঙ্গীতের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয় শ্রী সুজিত বসু। পরবর্তী পর্যায়ে প্রধান শিক্ষিকার উদ্বোধনী ভাষণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সংবর্ধনা প্রদান ...

বিডস ফর পিস" র‌্যালির সাথে অ্যাবাকাস শ্রেষ্ঠত্বের ২০ বছর উদযাপন

Image
  নিজস্ব প্রতিবেদন , কলকাতা: ইউসিএমএএস অ্যাবাকাস ৪-১৩ বছর বয়সী শিশুদের পুরো মস্তিষ্কের বিকাশে বিশেষজ্ঞ একটি মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি, "বিডস ফর পিস" র‌্যালির মাধ্যমে পশ্চিমবঙ্গে বিকাশের ২০ তম বার্ষিকী উদযাপন করেছে।২০০৪ সালে পশ্চিমবঙ্গে তার কার্যক্রম শুরু করার পর, ইউসিএমএএস তখন থেকে উন্নতি লাভ করেছে, মানসিক তীক্ষ্ণতা এবং সামগ্রিক মস্তিষ্কের বিকাশের জন্য নিবেদিত প্রায় ৮৪টি কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। "বিডস ফর পিস" র‍্যালি, ২০ তম-বার্ষিকী উদযাপনের পটভূমিতে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান, তরুণ মনকে লালন করার জন্য ইউসিএমএএস-এর প্রতিশ্রুতির একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসাবে দাঁড়িয়েছে। ইউসিএমএএস যোধপুর পার্ক সেন্টারে সমাবেশটি ছিল যেখানে বাচ্চারা, ও তাদের বাবা মায়েরা এবং সম্মানিত ব্যক্তিত্বদের একত্রিত হয়েছিলেন, যার মধ্যে ইউসিএমএএস পশ্চিমবঙ্গের ডিরেক্টর এন. আনন্দ ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান প্রসঙ্গে এন. আনন্দ বলেছেন, "পশ্চিমবঙ্গে আমাদের যাত্রা, যা ২০০৪ সালে শুরু হয়েছিল, শিশুদের সামগ্রিক বিকাশের প্রতি আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমরা শান্তি, একতা এবং সহানুভূতি এই সমস্ত মূ...

দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: বাংলায় একটা প্রবাদ আছে তাস দাবা পাশা তিন কর্মনাশা। আজকের দিনে এই কথা মোটামুটি ভাবে অচল বলা যেতে পারে। দাবা এবং তাস খেলা আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত। অবসর সময় কাটানোর জন্য এই খেলা দুটির কোনো জুড়ি নেই। কন্ট্রাক্ট ব্রিজ প্রতিযোগিতা আন্তর্জাতিক স্তরে যেমন আয়োজিত হয় ঠিক তেমনই রাজ্য সহ শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। তবে দমদম পার্ক তরুণ সঙ্ঘের কথা বিশেষ ভাবে উল্লেখ করতে হয়। এই দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে প্রয়াত প্রীতিশ কুশারী ও দলীপ দত্ত'র স্মরণে ৫ম বার্ষিক দুইদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা আয়োজন করলেন ক্লাবের সদস্যরা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই খেলাটি পরিচালনা করছেন ওয়েস্ট বেঙ্গল ব্রীজ এসোসিয়েশনের পক্ষে দুই ডিরেক্টর তন্ময় ঘোষ এবং দেবব্রত রায় চৌধুরী। প্রতিটি মুহূর্তে দুই অভিজ্ঞ ডিরেক্টর এই খেলার খুঁটি নাটি হিসেব রাখছিলেন। এই কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি মোট ১১ রাউন্ডের। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই খেলা চলে রাত পর্যন্ত। অংশগ্রহণকারী প্রতিযোগীরা এশিয়াড, বিশ্ব চ্যাম্পিয়ন সহ পৃথ...

ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে মহা ধর্মীয় শোভাযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা :  ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে আয়োজন করা হয় মানব ধর্ম সভাযাত্রা। যেখানে সকল ধর্মামতকে জুড়ে দেওয়ার বার্তা তুলে ধরা হয় । ভবাপাগলা ও লোকনাথ বাবার ভক্তদের উপস্থিতিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে দীঘার ভবার হরবোলা মন্দির পর্যন্ত এক বিরাট ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের উদ্যোগে মানবধর্ম দিঘার ভবা হরবোলার মন্দিরে ৪৫তম বার্ষিক অনুষ্ঠান গত ৮ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী বিরাট মহা যজ্ঞের আয়োজন করা হয়। শুরু তাই নয়, এর সাথে সাথে সাধন সংগীতের ও আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের মানবধর্ম শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মানবধর্ম ভবাপাগলা মহা সম্মেলনের আচার্য গোপাল ক্ষেত্রী,ভবা পাগলার জ্যৈষ্ঠ পৌত্র সঞ্জয় চৌধুরী,দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই,পদ্মশ্রী মাসুম আক্তার,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,গুড নিউজ মিশন চার্জের অধিকর্তা ডঃ শীকান্ত দাস,ডঃ অরিজিৎ নিয়োগী,জামাত-ই- ইসলামী হিন্দ শেখ তাহের উদ্দিন,আচার্য কমল মৈত্র,রাজরাজেশ্বরী মা,সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুরা অনেক মন্দি...