প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি

 


নিজস্ব প্রতিবেদন, পানিহাটি: প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি। দীর্ঘ বছর ধরে ঘোলা এসোসিয়েশন নামে এক প্রশিক্ষণ কেন্দ্রে বাচ্চাদের ফুটবল খেলা শেখাতেন তিনি। বিনা পারিশ্রমিকে মানুষদের সেবা দিয়েছেন তিনি অনবরত। বছরের পর বছর সুব্রত ব্যানার্জী ওরফে বাবু সোদপুর ঘোলা হাইস্কুলের মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণ দিতেন বাবু। আজ সকালে তার আকস্মিক মৃত্যুতে শোকে কাতর তার অনুগামীরা। ছোট ছোট বহু খেলোয়াড়রা আসেন এদিন সুব্রত ব্যানার্জীকে শেষ শ্রদ্ধা জানাতে। 


সব খেলার সেরা বাঙালির ফুটবল। আর এই কথা বললেই পানিহাটি পৌরাঞ্চলে একজনের নাম আগে উল্লেখিত তিনি হলেন অন্যতম ফুটবলার সুব্রত ব্যানার্জী। কোনো বেতন নিতেন না। নিজের ভালোবাসা দিয়ে প্রশিক্ষণ দিতেন বহু ফুটবলারদের। তিনি তার ছাত্র ছাত্রীদের একটা কথা শেখাতেন, কঠোর পরিশ্রম করো । সাফল্যতা নিশ্চয়ই পাবে। সুব্রত স্যারের বলা এই কথা আর কেউ বলবে না। কেউ আর মাঠে নিয়ে গিয়ে ফুটবল খেলা শেখাবে না। এই বলে কান্নায় ভেঙে পড়ে তার অনুগামীরা।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের