ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে মহা ধর্মীয় শোভাযাত্রা

 


নিজস্ব প্রতিবেদন, কলকাতা :  ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে আয়োজন করা হয় মানব ধর্ম সভাযাত্রা। যেখানে সকল ধর্মামতকে জুড়ে দেওয়ার বার্তা তুলে ধরা হয় । ভবাপাগলা ও লোকনাথ বাবার ভক্তদের উপস্থিতিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে দীঘার ভবার হরবোলা মন্দির পর্যন্ত এক বিরাট ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের উদ্যোগে মানবধর্ম দিঘার ভবা হরবোলার মন্দিরে ৪৫তম বার্ষিক অনুষ্ঠান গত ৮ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী বিরাট মহা যজ্ঞের আয়োজন করা হয়। শুরু তাই নয়, এর সাথে সাথে সাধন সংগীতের ও আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের মানবধর্ম শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মানবধর্ম ভবাপাগলা মহা সম্মেলনের আচার্য গোপাল ক্ষেত্রী,ভবা পাগলার জ্যৈষ্ঠ পৌত্র সঞ্জয় চৌধুরী,দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই,পদ্মশ্রী মাসুম আক্তার,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,গুড নিউজ মিশন চার্জের অধিকর্তা ডঃ শীকান্ত দাস,ডঃ অরিজিৎ নিয়োগী,জামাত-ই- ইসলামী হিন্দ শেখ তাহের উদ্দিন,আচার্য কমল মৈত্র,রাজরাজেশ্বরী মা,সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুরা অনেক মন্দিরের বিশিষ্ট প্রদাদিগণও সামিল হন।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো