তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আয়োজিত কর্মশালা

 


সুমন্ত দাস, বাঘাযতীন: জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে কর্মশালা আয়োজিত হলো বাঘাযতীনে । লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াকে আরো মজবুত করতে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আজ বাঘাযতীনে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্যোক্তা ছিলেন জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী। 



 এদিন এই অনুষ্ঠানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভাশিস চক্রবর্তী জানান সারা রাজ্য জুড়ে ৪২ টি আসনে তৃণমূল প্রার্থীদের জেতানোর লক্ষ্যে সোশ্যাল মিডিয়াকে আরো মজবুত হতে হবে এবং সেই কারণের জন্যই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। বিজেপির কোৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূলের সোশ্যাল মিডিয়াকে আরো দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে এবং সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে হবে বলেও তিনি জানান। এদিন না দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা আসনে তৃণমূলের ভালো ফলাফলের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন শুভাশিস চক্রবর্তী। এদিন এই অনুষ্ঠানের উদ্যোক্তা  পল্লব কান্তি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কিভাবে ব্যবহার করা যায় তারই লক্ষ্যে আজকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়ায় হলো তৃণমূলের মুল চালিকাশক্তি। সোশ্যাল মিডিয়ার কর্মীরা দিন রাত ফেসবুক ইউটিউবে অক্লান্ত পরিশ্রম করে সরকারের পক্ষে প্রচার করে চলেছেন যার জন্য তিনি সোশ্যাল মিডিয়ার কর্মীদের ধন্যবাদ জানান।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো