Posts

Showing posts from October, 2024

যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: মা কালীর আরাধনার জন্য সাজসাজ রব সারা বাংলা জুড়ে। আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত আপামর বাংলা। মায়ের আশীর্বচন সকলের জীবনে বর্ষিত হোক। মা দিগম্বরীর পুণ্যাশিসে সঞ্চারিত হোক নতুন আশার আলো, সমস্ত মলিনতা ধুয়ে যাক আলোর এই ঝরনা ধারায়। সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক বাংলায়। মা-মাটি-মানুষের শুভকামনায় ব্রতী হয়ে ন্যায়ের প্রতিপালিকা মায়ের কাছে আমার এই প্রার্থনা যে - সকল দ্বেষ-গ্লানি থেকে মুক্ত হোক এই সমাজ। কালী পুজোর প্রাক্কালে কলকাতার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে একাধিক মন্ডপের দুয়ার দর্শনার্থীদের জন্যে খুলে দেন মুখ্যমন্ত্রী।  এদিন গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ইন্ডিয়া ক্লাব, ভেনাস ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে বিজয়া সম্মিলনী

Image
  সায়ন দেবনাথ ,কলকাতা: অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে মঙ্গলম ব্যাংকোয়েট এ আয়োজিত হলো বিজয়া সম্মিলনী।উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা বুম্বা মুখার্জী। সাথে ছিলেন মেট্রোরেলের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সংগীতশিল্পী প্রত্যুষ মুখার্জী, মধুসূদন দে, বিমল সাহা, শুভাশীষ গুহ, শেখ আব্দুল সেলিম, আলতামাস সামসি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন। বিশিষ্টজনদের উত্তরীয় দিয়ে সন্মান জানানো হয়। প্রত্যুষ বাবু একটি জনপ্রিয় গান পরিবেশন করেন। অন্যান্য বক্তাদের মধ্যে সংস্থার মিডিয়া সেলের সম্পাদক গোপাল দেবনাথ সংস্থার কার্য্যবিধি সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করেন। বুম্বা বাবু আগামী ১০ ডিসেম্বর রোটারি সদনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সন্মাননা প্রদান অনুষ্ঠানে সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। বুম্বা বাবু আরও বলেন কলকাতার সকল সদস্য যেন মানবাধিকার আন্দোলন এবং সেবামূলক কাজে একসাথে ঝাঁপিয়ে পড়েন।

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বিরাটি: সমন্বয় বিরাটির ডাকে প্রতীকী অনশন মঞ্চে শামিল শতাধিক মানুষ। বাচ্চা থেকে শুরু করে এলাকার সাধারও মানুষ। বহু চিকিৎসক সকলদের নিয়ে সাংস্কৃতিক প্রতিবাদী সন্ধ্যার আয়োজন করা হয়। সমর্থন করেন পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় দোকানদাররাও।  আরজিকর কান্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা রাজ্য। কলকাতার বুকে সরকারি হাসপাতালের ভিতর হয়ে যাওয়াকে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সঠিক বিচারের দাবি চিকিৎসক মহল থেকে শুরু করে আমজনতার। তারই মাঝে বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিকী অনশনের ডাক দেওয়া হয়। সমন্বয় বিরাটির উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিরাটি বণিক মোর জুড়ে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। এই দিনের এই অনশন মঞ্চে বহু চিকিৎসক থেকে শুরু করে এলাকার শিশু এবং সাধারণ মানুষ সামিল হন । কেউ তুলির টানে প্রতীকী অনশন মঞ্চ থেকে প্রতিবাদের আওয়াজ তুলে। আবার কেউ গানের সুরে স্লোগান তুলে প্রতিবাদে সামিল হন। 

ভিজিটেল হোটেলের সোল কিচেন রেস্তোরাঁয় শক্তিরূপেন মহা ভোজ

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: খাদ্য সংগ্রহ শুধু উদরপূরণের জন্য নয়, শক্তির জন্যই খাদ্য সংগ্রহ। তাই ভিজিটেল হোটেল সংস্থার শক্তিরূপেন পুজোর ভোজ সার্থক নামকরণ।  পূর্ব কলকাতার বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালের পাশে ভিজিটেল হোটেলের সোল (SOUL) কিচেন রেস্তোরাঁয় পুজোর কদিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লাঞ্চ ও ডিনারে থাকছে শক্তিরূপেন ভোজের আয়োজন। সাধারণ মধ্যবিত্তের সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে কর সমেত মাত্র ৭৯৯/- টাকার ব্যুফে ও আলাকার্ট ব্যবস্থা থাকছে।  অনলাইনে বুকিং গ্রূপে বুকিং এবং ফোনের মাধ্যমে অগ্রিম বুকিং করলে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। বাংলার সাবেকি ঘরোয়া রান্নার একটি বিশাল তালিকা। আপ্যায়ন পানীয়তে থাকছে আমপোড়া সরবত, গন্ধরাজ ঘোল, কোমল পানীয়। শুরুর পাতে ডিমের ডেভিল, চিকেন টিক্কা , মোচার চপ, ভিক্টোরিয়া বড়া ,ভেজিটেবল কাটলেট। মূল পর্বে বেছে নিতে পারবেন- কলকাতা স্টাইল হান্ডি মুর্গ বিরিয়ানি, মটন কষা, কাঁচা লঙ্কাবাটা দিয়ে ভাপা পারশে সর্ষে, মাছের ডিমের টক, কড়াইশুঁটি -ধোকার ডালনা, আলু -পোস্ত, শুকতো, পাঁচমিশালী চচ্চড়ি, সবজি দিয়ে মুগ ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল, বাসন্তী পোলা...

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে- শের ই হিন্দুস্থান ও হিন্দুস্থান শ্রী

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: আজকের দিনে ফাস্ট ফুডের যেমন রমরমা ঠিক তেমনই শরীর কে ফিট রাখার জন্য ব্যাঙের ছাতার মতো সর্বত্র গজিয়েছে জিম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকতে গেলে শরীর চর্চার কোনো বিকল্প নেই। মোবাইল ফোন কে একটু দূরে রেখে নিজের শরীরের কথা একবার ভাবা উচিৎ। এই সব কথা মাথায় রেখে বলিউড অভিনেতা এবং স্পোর্টস পার্সন অশোকরাজ মুম্বাই কে বিদায় জানিয়ে এই বাংলার ছেলে মেয়েদের শরীরচর্চার কথা মাথায় রেখে শুরু করলেন অশোক আখড়া এক ব্যাম মন্দির। এই নামের মধ্যে আছে ১০০% শুদ্ধতা। এই সংস্থার উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর রবিবার লেকটাউন মুক্ত মঞ্চে আয়োজিত হয়েছিল শের ই হিন্দুস্থান এবং হিন্দুস্থান শ্রী। সহযোগিতায় ছিল আর্ম ফাইটিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এদিনের বিশেষ আকর্ষণ ছিল রিস্ট ফাইটিং। এর আগে এই দেশে এই খেলা কখনও আয়োজিত হয়নি বলে জানালেন উদ্যোক্তা অশোকরাজ। অন্যান্যদের মধ্যে ছিল আর্মস ফাইটিং, বডি বিল্ডিং, মেনস ফিজিক ও ডেনিম ফিজিক। এদিন অনুষ্ঠান মঞ্চে ছোট বড় পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মোট ৮টি গ্রূপে ভাগ করা হয়েছিল প্রতিযোগীদের। যাদের বয়স ১২-১৪-১৬ বছরের নিচে। এ ছাড়াও যে সকল প্রতিযো...