প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি
নিজস্ব প্রতিবেদন,কলকাতা: প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। শনিবার বারাণসীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। একমাসের বেশি সময় ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
উত্তর প্রদেশের বারাণসীতে একটি সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে গত ২৩ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেমিনার হলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এদিন প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি। প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদে থাকাকালীন অবসরগ্রহণ করেন তিনি।
Comments
Post a Comment