Posts

Showing posts from February, 2025

পজিটিভ বার্তা"কে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সোস্যাল মিডিয়ার আর এক অন্যতম সাফল্য মিলেছে । পজিটিভ বার্তা পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি। সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবার লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেলো পজিটিভ বার্তা। সমাজে সকল স্তরের মানুষের মধ্যে সদর্থক মানসিকতা গড়ে তুলতে, বিশেষ করে প্রথম থেকেই শিশুমনে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং ইতিবাচক সংবাদের মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য প্রথমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, পরবর্তীতে কেবল নেটওয়ার্কের মাধ্যমকে যুক্ত করে পজিটিভ বার্তা সম্প্রচার শুরু হয়েছে বীরভূম জেলা থেকে। পজিটিভ বার্তার লক্ষ্য আর ভাবনাকে কুর্নিশ জানিয়ে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। গত ১৮ ফেব্রুয়ারী সংস্থার পক্ষ থেকে পজিটিভ বার্তার কর্ণধার ড. মলয় পীট কে চিঠি দিয়ে 'আই বি আর অ্যাচিভার' হিসাবে এই স্বীকৃতির জানানোর কথা বলা হয়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড: মলয় পীট বলেন, "মানুষের মধ্যে জন্মগতভাবেই ভালো চিন্তা, ভালো ভাবনা থাকে। সামাজিক নানা কারণে তাদের মধ্যে আস্তে আস্তে নেতিবাচক ভাবনা মনের মধ্যে গেঁথে যায়। যার কুফল সমাজের সকল স্তরে দেখতে পাওয়া যায়। আম...

বিধায়ক হিরন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

Image
  নিজস্ব প্রতিবেদন,কলকাতা: শিক্ষা থেকে পরিবহন। লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে কন্যাশ্রী, রূপশ্রী, কিংবা সবুজ সাথী। বিভিন্ন দফতরে সরকারি পরিষেবার ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকার । সাম্প্রতিককালে একাধিক পুরস্কার পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণ মূলক এমন একাধিক জনমুখী প্রকল্পের সুনামে বাংলা শিরোনামেও এসেছে। এবার সেই পুরস্কার পাওয়ার প্রসঙ্গে বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুললেন। আজ বিধানসভায় টাকা দিয়ে পুরস্কার পাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। দাবি করে বলেন, পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার। এদিন বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ জানান হিরণ চট্টোপাধ্যায়।  তিনিও এও বলেন যে তার কাছে প্রমাণ আছে। হিরণের অভিযোগ, ১১ লক্ষ ২৬ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। টাকা দিয়ে রাজ্য ৪০টা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলেও অভিযোগ। হিরণ জানান, ২০২২-এর ২৫ মার্চ রেজিস্ট্রেশনের নামে টাকা ওই দিয়েছে রাজ্য। আর এই বিতর্ক প্রসঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল।

সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন। রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার ন্যায্য স্বীকৃতির দাবিতে "ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম" সুনির্দিষ্ট একটা প্লাটফর্ম গড়ে উঠেছে ।রাজ্যের প্রতিটি জেলার সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের এক ছাতার তলায় সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দিতে সমগ্র ভাবে সচেষ্ট জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের  সভাপতি মলয় পিট। তিনি আরো জানান রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে  সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা যে খবর পরিবেশণ করে তা আজ আর উপেক্ষা করার মতো নয়, গণ মাধ্যমের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া আজ বহুল প্রচলিত। প্রচারিত খ্যাতনামা প্রায় প্রতিটি গন মাধ্যমেরই পরিবেশকদের সোশ্যাল মিডিয়া আজ অন্যতম আকর্ষণ । তাই নির্ভর যোগ্য সোশ্যাল মিডিয়ার খবর করতে যাতে কোনোরূপ অসুবিধা না হয় তারই লক্ষ্যে আমাদের এই সংগঠনের উদ্দেশ্য ।  এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী সাংবাদিক সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা  গেছে।