পজিটিভ বার্তা"কে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সোস্যাল মিডিয়ার আর এক অন্যতম সাফল্য মিলেছে । পজিটিভ বার্তা পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি। সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবার লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেলো পজিটিভ বার্তা। সমাজে সকল স্তরের মানুষের মধ্যে সদর্থক মানসিকতা গড়ে তুলতে, বিশেষ করে প্রথম থেকেই শিশুমনে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং ইতিবাচক সংবাদের মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য প্রথমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, পরবর্তীতে কেবল নেটওয়ার্কের মাধ্যমকে যুক্ত করে পজিটিভ বার্তা সম্প্রচার শুরু হয়েছে বীরভূম জেলা থেকে। পজিটিভ বার্তার লক্ষ্য আর ভাবনাকে কুর্নিশ জানিয়ে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। গত ১৮ ফেব্রুয়ারী সংস্থার পক্ষ থেকে পজিটিভ বার্তার কর্ণধার ড. মলয় পীট কে চিঠি দিয়ে 'আই বি আর অ্যাচিভার' হিসাবে এই স্বীকৃতির জানানোর কথা বলা হয়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড: মলয় পীট বলেন, "মানুষের মধ্যে জন্মগতভাবেই ভালো চিন্তা, ভালো ভাবনা থাকে। সামাজিক নানা কারণে তাদের মধ্যে আস্তে আস্তে নেতিবাচক ভাবনা মনের মধ্যে গেঁথে যায়। যার কুফল সমাজের সকল স্তরে দেখতে পাওয়া যায়। আম...