বিধায়ক হিরন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

 


নিজস্ব প্রতিবেদন,কলকাতা: শিক্ষা থেকে পরিবহন। লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে কন্যাশ্রী, রূপশ্রী, কিংবা সবুজ সাথী। বিভিন্ন দফতরে সরকারি পরিষেবার ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকার । সাম্প্রতিককালে একাধিক পুরস্কার পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণ মূলক এমন একাধিক জনমুখী প্রকল্পের সুনামে বাংলা শিরোনামেও এসেছে। এবার সেই পুরস্কার পাওয়ার প্রসঙ্গে বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুললেন। আজ বিধানসভায় টাকা দিয়ে পুরস্কার পাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। দাবি করে বলেন, পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার। এদিন বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ জানান হিরণ চট্টোপাধ্যায়। 

তিনিও এও বলেন যে তার কাছে প্রমাণ আছে। হিরণের অভিযোগ, ১১ লক্ষ ২৬ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। টাকা দিয়ে রাজ্য ৪০টা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলেও অভিযোগ। হিরণ জানান, ২০২২-এর ২৫ মার্চ রেজিস্ট্রেশনের নামে টাকা ওই দিয়েছে রাজ্য। আর এই বিতর্ক প্রসঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক