পজিটিভ বার্তা"কে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সোস্যাল মিডিয়ার আর এক অন্যতম সাফল্য মিলেছে । পজিটিভ বার্তা পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি। সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবার লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেলো পজিটিভ বার্তা।
সমাজে সকল স্তরের মানুষের মধ্যে সদর্থক মানসিকতা গড়ে তুলতে, বিশেষ করে প্রথম থেকেই শিশুমনে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং ইতিবাচক সংবাদের মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য প্রথমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, পরবর্তীতে কেবল নেটওয়ার্কের মাধ্যমকে যুক্ত করে পজিটিভ বার্তা সম্প্রচার শুরু হয়েছে বীরভূম জেলা থেকে।
পজিটিভ বার্তার লক্ষ্য আর ভাবনাকে কুর্নিশ জানিয়ে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। গত ১৮ ফেব্রুয়ারী সংস্থার পক্ষ থেকে পজিটিভ বার্তার কর্ণধার ড. মলয় পীট কে চিঠি দিয়ে 'আই বি আর অ্যাচিভার' হিসাবে এই স্বীকৃতির জানানোর কথা বলা হয়।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড: মলয় পীট বলেন, "মানুষের মধ্যে জন্মগতভাবেই ভালো চিন্তা, ভালো ভাবনা থাকে। সামাজিক নানা কারণে তাদের মধ্যে আস্তে আস্তে নেতিবাচক ভাবনা মনের মধ্যে গেঁথে যায়। যার কুফল সমাজের সকল স্তরে দেখতে পাওয়া যায়। আমরা "পজেটিভ বার্তা"র মাধ্যমে গণ মাধ্যমে ইতিবাচক সংবাদ পরিবেশন করে মানুষের মনের সদর্থক ভাবনাকে জাগরিত করা এবং সামাজিক উন্নয়ন করে শিল্প বন্ধ পরিবেশ তৈরি করার উদ্যোগ নিয়েছি। এর ফলে আগামী দিনে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। এই পৃথিবী শিশুর বাসযোগ্য হয়ে উঠবে। আমরা প্রথম থেকেই চাইছি যে তিন থেকে ১৩ বছরের বাচ্চারা পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হোক। তাহলেই তারা আর বড় হবার পর নেতিবাচক ভাবনার অংশীদার হবে না।"
তিনি আরো বলেন, "প্রথমে আমরা ডিজিটাল মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব এর মাধ্যমে পজিটিভ বার্তার সম্প্রচার শুরু করেছিলাম। বর্তমানে কেবল নেটওয়ার্কের মাধ্যমে, সংবাদ মাধ্যম বিশেষ করে ডিজিটাল মাধ্যমে সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতায়, পজেটিভ বার্তা প্লাটফর্ম থেকে সম্প্রচার করছি। আগামী দিনে স্যাটেলাইটের মধ্য দিয়ে পজিটিভ বার্তার প্লাটফর্মের সম্প্রচার করা হবে। আমাদের পরিকল্পনা, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় জীবন বোধ, ভারতের দর্শন বিশ্বের কাছে তুলে ধরা হবে।"
"ইন্ডিয়া বুক অফ রেকর্ডের এই স্বীকৃতি আমাদের ইতিবাচক ভাবনা গড়ে তোলার কাজে আরো উৎসাহ দেবে। আমরা এই স্বীকৃতিতে আরো বেশি উজ্জীবিত," বলে জানান মলয় বাবু।
সূত্রের খবর খুব তাড়াতাড়ি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে এই সম্মান স্বীকৃতি জ্ঞাপনের তারিখ চূড়ান্ত করে জানানো হবে।
Comments
Post a Comment