ঈদে রক্তদানের মাধ্যমে সম্প্রীতির বার্তা

 


সঞ্জয় মন্ডল, দূর্গাপুর : সভ্যতার সঙ্কট নাকি , বিপথগামী মানবতা ???? ধারাবহিক ভাবে দেশ ও রাজ্যের বিভিন্ন এলাকায় অশুভ শক্তির দাপাদাপিতে একটা মন খারাপ করা সময়ের মধ্যে আমরা অদৌ এগোচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি ?? এত প্রশ্নের মাঝে দাঁড়িয়েও ভাবতে ভালো লাগছে আমাদের সহ নাগরিক দের একটা বড় অংশ দোলপূর্ণিমার চাঁদ আর ঈদের চাঁদ কে দেখেন মানবতার আতস কাঁচে। দুর্গাপুরের বিশিষ্ট আইনজীবী তথা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি'র সহ-সভাপতি আয়ুব আনসারীর উদ্যোগে পবিত্র ঈদ পালিত হল রক্ত দানের মধ্যে দিয়ে।আজকের পবিত্র দিনে এই রক্ত দান বার বার স্মরণ করিয়ে দিল রক্ত পাত নয় , রক্ত দানের মধ্যে দিয়েই বিকাশ ঘটে পুর্ণ মানব ধর্মের । ঈদের দিন এই হেন রক্তদান শিবিরে মোট ১০ জন রক্তদান করেন। আইনজীবি আযুব আনসারী সহ জুলফিকার আনসারী, অনুপম বাসু, সমাজকর্মী সৌরভ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জন একত্রিত হয়ে ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিবেকানন্দ হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তদান করেছেন।



এদিন সোহেল আনসারী রক্ত দানের মধ্যে দিয়ে নিজের জন্মদিন পালন করলেন। আজকের এই রক্তদান কর্মসূচি তে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ , সুব্রত সিংহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।শিবির শেষে সকাল রক্তদাতা দের শংসাপত্র প্রদান করা হয়।দূর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর টীম অনুভব এর পক্ষ থেকে ডা: রৌশন জামির আনসারী সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো