অভিনেতা অমিতাভ গাঙ্গুলি’র স্বল্পমূল্যের অভিনয় শিক্ষা কেন্দ্র “মেইনস্ট্রিম"
গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ মার্চ ২০২১। কলকাতায় কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় অভিনয় শিক্ষার কেন্দ্র আছে। এ ছাড়াও বহু প্রাইভেট অভিনয় শিক্ষা প্রতিষ্ঠান ও আছে। বহু ছাত্র ছাত্রীর অভিজ্ঞতা বহু অর্থ ব্যয় করেও সঠিক শিক্ষা লাভ হয় না। এখন আমি যার কথা বলবো তিনি হলেন দীর্ঘদিনের সু অভিনেতা অমিতাভ গাঙ্গুলি। এই অভিনেতার গলার স্বর ও অত্যন্ত সুন্দর। অমিতাভ নিজে অভিনয় করেই সন্তুষ্ট হতে চায়নি। সে চেয়েছে একটি সংস্থা স্থাপন করে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে নতুন ছেলে মেয়েদের অভিনয় শেখাতে। অমিতাভ'র অভিনয় শিক্ষন কেন্দ্রের নাম "মেইনস্ট্রিম" ওর সংস্থা পথ চলা শুরু করেছিল ২০১৫ সালের শুরুতে। এই সংস্থা ৫ বছর পূর্ণ করে ৬ বছরে পা রাখলো। এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি সংস্থা। কেবলমাত্র অভিনয় শিখিয়েই ক্ষান্ত হয়নি মেইনস্ট্রিম সেই সাথে বিউটি ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তে কাজ করে চলেছে এই সংস্থা। সকলের প্রিয় অভিনেতা ও বাচিক শিল্পী অমিতাভ দেখছেন অভিনয় ও বাচিক শিল্পের বিষয়গুলো। বিশিষ্ট বিউটি এবং মেকআপ এক্সপার্ট মালবিকা গাঙ্গুলী দেখছেন বিউটি এবং মেকআপ এর বিষয়গুলো। মেইনস্ট্রিমে নানান ধরণের কোর্স ...