Posts

Showing posts from February, 2022

ইন্ট্রিগ হোম লাক্সারী বেড এন্ড বাথ লিলেন কলকাতায়

Image
গোপাল দেবনাথ, কলকাতা : ইন্ট্রিগ হোম - লাক্সারী বেড লিলেন যা অন্যান্যের থেকে আলাদা - আজ কলকাতায় তাদের বেড অ্যান্ড বাথ লিনেন স্টোর চালু করেছে৷ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্রিস্টোফার রোডে ইন্ট্রিগ হোম একটি ফোকাসড হাই-এন্ড বেড এবং বাথ লিনেন স্টোর খুলেছে। এই স্টোরে পেয়ে যাবেন বেড স্প্রেড, বেড শিট, তোয়ালে পণ্য ন্যূনতম থেকে সর্বোচ্চ দামের মধ্যে এবং আরও অনেক কিছু৷ দিনের শেষে বিছানার চাদর আর স্নানের তোয়ালে পরিবর্তন না করলে মনের তৃপ্তি মেটে না। আপনি এখানে নানা ধরনের তোয়ালে, বেড শিট, কুশনের শতাধিক বিকল্প পেয়ে যাবেন।  "আমরা ২৫ বছরেরও বেশি সময় ধরে হোম টেক্সটাইলের ব্যবসা করছি। কলকাতায় উচ্চ মানের, বিলাসবহুল বিছানা এবং স্নানের লিনেনগুলির একটি ভাল চাহিদা রয়েছে, কিন্তু কার্যত কোন উপলব্ধতা নেই। লোকেরা হয় বিদেশ থেকে বা বিভিন্ন শহর থেকে তাদের লিনেন কিনে থাকেন। এই অপূরণীয় প্রয়োজন আমরা মিশরীয় কটন শীট থেকে উচ্চ থ্রেড কাউন্ট, সূক্ষ্ম ডিনার, অলঙ্কৃত এবং অ্যাক্সেসরাইজড বেড স্প্রেড এবং আকর্ষণীয় কুশন/ডেকো বালিশ দিয়ে পূরণ করছি যাতে আপনার নিজের সিগনেচার টাচের মাধ্যমে আপনার জায়গা ঠিক করা যায়। স্...

পথে নামলো মেডিকেল সার্ভিস সেন্টার ও নাগরিক প্রতিরোধ মঞ্চ

Image
  সঞ্জয় মন্ডল, কলকাতা :- মঙ্গলবার দুপুরে মেডিকেল সার্ভিস সেন্টার ও নাগরিকর্ভিস সেন্টার ও নাগরিক প্রতিরোধ মঞ্চের যৌথ উদ্যোগে একটি কর্মসূচি পালিত হয়। উভয় সংঘটন এর পক্ষ থেকে জানানো হয় যে রাজ্য সরকার সরকারি স্বাস্থ্য  ব্যবস্থা কে  বেশ কিছু নির্দেশিকা মাধ্যমে পঙ্গু করে গোটা স্বাস্থ্য  ব্যবস্থা কে বীমা নির্ভর করে ধাপে ধাপে বেসরকারিকরণ  এর পথে এগিয়ে যাচ্ছে। তার ই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। তারা তাদের কর্মসূচি সারে আর,জি,কর মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে সই সংগ্রহ এবং প্রচার কর্মসূচি শুরু করেন।এরপর সংঘটন এর সদস্য এবং  হসপিটাল ভর্তি বহু পরিজন হাসপাতালের MSVP কে ডেপুটেশন এর জন্য এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু অন্দোলণ কারী দের চাপে  সংঘটন এর পক্ষ থেকে চার জন প্রতিনিধি কে MSVP সাথে দেখা করতে দিতে বাধ্য হয়।MSVP এবং ডেপুটি সুপারিনটেন্ড এর সাথে দেখা করেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক  ডাঃঅংশুমান মিত্র, নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে ইমতিয়াজ আলম ডাঃ সুপ্রতিম নন্দী এবং মেঘবরণ হাইতি।  উভয় সংঘটন এর যৌথ নেতৃত্ব জানান পুটেশন পর্ব ঠিক হলে...

সম্প্রতি মুক্তি পেতে চলেছে "অগ্নিমন্থন" ছবিটি

Image
গোপাল দেবনাথ , কলকাতা: ফেস এর নিবেদনে এবং রয়েজ মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রোডাকশন এর প্রযোজনায় অন্যধারার সিনেমা 'অগ্নিমন্থন' নামটির সাথে সিনেমা প্রেমীদের মধ্যে ইতিমধ্যে পরিচয় হয়ে গেছে। এই সমাজের গতানুগতিক গল্পের বাইরে গিয়ে একটু ভিন্ন স্বাদের গল্পের ভাবনা মাথায় আসে বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক ও পরিচালক প্রবীর রায় এর।এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন অশোক রায়। এমনই একটি গল্প যা আজকের সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য খুঁজে পেতে পারেন দর্শকরা। হয়তো বিতর্ক দানা বাঁধতে পারে। গত ১৯ ফেব্রুয়ারি শনিবার দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে প্রযোজক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত তিন কিংবদন্তি সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে এই সিনেমার দুটি পোস্টার ও পাঁচটি গান প্রকাশ করলেন উপস্থিত অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, গীতিকার, সুরকার সহ বিশিষ্ট অতিথিগণ। দীর্ঘদিন বাদে এই সিনেমায় অভিনয় করলেন নাট্য জগতের বিশিষ্ট অভিনেতা মেঘনাদ ভট্টাচার্য,  অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন মৌমিতা গুপ্ত, চিত্রপরিচাল...

ভোট প্রচারে দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল প্রার্থী কেয়া দাস

Image
অনির্বাণ দত্ত, দ: দমদম:  ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আপ্লুত দক্ষিণ দমদম পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কেয়া দাস। তিনি জানান যে তিনি এই এলাকার মেয়ে এবং বিগত দিনে তিনি এই এলাকায় পৌর প্রতিনিধি ও ছিলেন তাই মানুষ তার কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত। সাধারণ মানুষের মৌলিক পরিষেবার  মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে রাস্তাঘাট, পানীয় জল,জল নিকাশি সহ অন্যান্য সবরকম পরিষেবায় তিনি দিয়ে আসছেন। যেটুকু বাকি রয়েছে তা আগামী দিনে সম্পন্ন করে দেবেন বলে আশ্বাস দিলেন তিনি।এছাড়াও তিনি বলেন জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত আগামী ২৭ শে ফেব্রুয়ারি মানুষ তার হয়ে জবাব ভোটবাক্সে দিয়ে দেবেন।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles: Facebook: https://ww...

সম্ভাব্য শ্রবণ প্রতিবন্ধী জাতীয় দলে ট্রায়াল ডাক পেলেন অভিষেক ও রিয়া

Image
  নিজস্ব প্রতিবেদন,জলপাইগুড়ি :- আসন্ন ১-১৫ মে মাসে শ্রবণ প্রতিবন্ধী গ্রীষ্মকালীন অলিম্পিক জন্য ব্রাজিল সাও পাওলো অনুষ্ঠিত জন্য সম্ভাব্য জাতীয় দলে ট্রায়াল ক্যাম্প থেকে ডাক পেলেন দুইজন জলপাইগুড়ির অ্যাথলিট রিয়া রায় ও ব্যাডমিন্টনে অভিষেক বসু। রিয়া সুনীতি বালা সদর গার্লস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ও অভিষেক বসু বেসরকারি কর্মরত। রিয়া সাই তে ও অভিষেক জিগপা তে প্রাক্টিস করে। দুজনে ট্রায়াল যোগ দিতে জাতীয় দলে সুযোগ পেতে আশাবাদী, এ বিষয়ে কথা জানিয়েছেন জলপাইগুড়ি জেলা বধির ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি শ্বাশ্বতী গুহ রায় ও সহ সভাপতি উজ্জ্বল দাস চৌধুরী। আগামী 22শে ফেব্রুয়ারি ওরা দিল্লি রওনা হবে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles: Facebook: https://www.facebook.com/soth...

অপূরণীয় ক্ষতি: সাধন পাণ্ডের প্রয়াণে শোকস্তব্ধ তৃণমূল নেতৃত্ব

Image
শ্রেয়া বসু, কলকাতা: দীর্ঘদিনের রাজনীতিবিদ। সাধন পাণ্ডেকে হারিয়ে মুহ্যমান তৃণমূল নেতৃত্ব।  দীর্ঘ রাজনৈতিক জীবন। বিধানসভা নির্বাচনে অপরাজিত সাধন পাণ্ডে। টানা ৯বার রাজ্য বিধানসভার সদস্য হয়েছেন তিনি। ২০১১ থেকে মন্ত্রী। দীর্ঘদিনের সম্পর্ক তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) সঙ্গে, দলের সঙ্গে। সাধন পাণ্ডের রাজনৈতিক জীবন বেশিরভাগটাই উত্তর কলকাতা কেন্দ্রিক। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen), তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের মানুষকে ক্রেতা সুরক্ষা দফতর চেনানোর অসাধ্যসাধন করছিলেন সাধন পাণ্ডে।  তৃণমূল সাংসদ শান্তনু সেন জানান, সাধন পাণ্ডেদের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। একটা রাজনীতির অধ্যায়ের সমাপ্তি। কুণাল ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য সঙ্গী ছিলেন সাধন। বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন অপরাজেয়। অসুস্থ ছিলেন। তবে, এই খবরে শোকপ্রকাশের ভাষা নেই। About Channel: Sothik Barta is a online news channel wh...

প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে

Image
  নিজস্ব প্রতিবেদন, মুম্বাই: প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। আজ সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ট্যুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, "দলের একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী । দীর্ঘদিন ধরে খুব ভালো সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানাই। " রাজ্যের ক্রেতা সুরক্ষা  মন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক জীবনের যুক্ত ছিলেন তিনি। মানিকতলার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের একজন বর্ষীয়ান কর্মী ছিলেন সাধন পান্ডে। পরিবার সূত্রে খবর, গত তিনদিন ধরে তার শরীরের অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। আজ সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর লড়াই শেষ হলো তার।  মুখ্যমন্ত্রী ট্যুইট করে শোক প্রকাশের পর রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেন। তাতে লেখেন, ‘রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত...

কংগ্রেস প্রার্থীর পোস্টার ছেড়া নিয়ে ধুন্ধুমার, ধৃত এক

Image
  দেবাশীষ মন্ডল, অশোকনগর:  উত্তর 24 পরগনা জেলার অশোকনগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ গোটা ঘটনা সিসিটিভি বন্দি ।  অভিযোগের তীর বিরোধী দল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের। অপরদিকে কংগ্রেসের একাধিক ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অশোকনগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। যার ছবি ইতিমধ্যে সিসিটিভি বন্দি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানা এলাকায় রাজনৈতিক উত্তেজনা।  কংগ্রেস প্রার্থী তারক দাসের অভিযোগ কংগ্রেস এই ধরনের রাজনীতি করে না, কংগ্রেসের পাল্টা অভিযোগ শাসক দলের পক্ষ থেকে কংগ্রেসের একাধিক  ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে ঘোষনগর থানায় বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস অভিযোগের ভিত্তিতে পুলিশ এক দুষ্কৃতীকে আটক করেছে।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different ar...

কান্দিতে নির্বাচনী প্রচারে বিজেপি সাংসদ অর্জুন সিং

Image
  নিজস্ব প্রতিবেদন, কান্দি: বৃহস্পতিবার নির্বাচনী প্রচার এসে পদযাত্রা করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং কান্দিতে। এদিন কান্দি শহরের কালিবাড়ি রোড থেকে শুরু করে কান্দির রাধাসাগর পার হয়ে বাণী সংঘ মাঠের ভিতর দিয়ে নতুনপাড়া হয়ে রহিনি ক্লাবের মোড় পর্যন্ত পদযাত্রা করেন বিজেপি সাংসদ অর্জুন সিং।   এদিনের এই পদযাত্রায় বিজেপি সাংসদ অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাফুজা খাতুন, বিজেপি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।  বৃহস্পতিবার কান্দিতে নির্বাচনী প্রচার সারতে এসে বিজেপি সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন পৌর নির্বাচনে কান্দি পৌরসভার দখল করার ডাক দেন। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sot...

প্রশাসনকে নিয়ে বিধায়কের স্কুল পরিদর্শন

Image
  প্র বীর মন্ডল, নান্দুড় : দীর্ঘ দুই বছর পর খুলেছে স্কুলের দরজা বিদ্যালয়ের ক্লাস রুমে চলছে পঠন-পাঠন। বর্ধমান দু'নম্বর ব্লকের বিভিন্ন স্কুল পরিদর্শনের পাশাপাশি শনিবার নিজের স্কুল নান্দুড় বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন বিধায়ক নিশীথ কুমার মালিক। এদিন ক্লাসের কক্ষে ঢুকে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথাবার্তা বলেন।  বিধায়ক জানান, কোভিড কিছুটা নিম্নমুখী কোন ভয় নেই,  কোভিড বিধি মেনে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় পাঠান। এমনকি তিনি মিড-ডে-মিল রান্নাঘর পরিদর্শনও করেন।  এদিন বিধায়ক এর পাশাপাশি উপস্থিত ছিলেন শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles: Facebook: https://www.facebook.com/sothikbarta/ Youtube : ht...

নির্দল প্রার্থীর ব্যানার ছিঁড়ে তাকে ভয় দেখানোর অভিযোগ

Image
  নিজস্ব প্রতিবেদন, বনগাঁ: বনগাঁ পৌরসভার  ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়ের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠলো অস্বীকার তৃণমূলের । বৃহস্পতিবার সকালে বনগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়ের ফ্লেক্স ছেড়া অবস্থায় দেখতে পায় তিনি । প্রার্থী নিজের ফ্লেক্স ছিড়ে দেওয়ার অভিযোগ করেন বিরোধী পক্ষের দিকে । এবং তিনি বলেন  আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছি আমি আশায় ছিলাম দীর্ঘদিন ধরে আমি দল করি তাই দল থেকে হয়তো এবারে টিকিট টা আমায় দেবে বর্তমানে যে প্রার্থী হয়েছে ওনার জায়গায় যদি অন্য কাউকে প্রার্থী করা হতো আমি খুশি হতাম তাই আমি ক্ষোভে-দুঃখে নির্দল প্রার্থী হয়েছি আর সেই কারণেই আমার ফ্লেক্স ছেড়ে দেওয়া হচ্ছে ব্যানার বানাতে দেওয়া হয় না আমাকে হুমকি দেওয়া হয় আজ সকালে আমি খেয়াল করি আমার দুটো পার্টি ব্যানার টা নিয়েছিলাম কিন্তু ব্যানার সেখানে নেই এই ঘটনার পর তিনি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন ।  এ বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বন্দনা দাস কীর্তনীয়া বলেন, আমি তৃণমূল দল করি । তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটে ...

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ‘অভিষেক,আবির খেলায় মাতলো তারই অনুগামীরা

Image
  বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রইলেন সেই অভিষেক বনন্দ্যোপাধ্যায়৷ সেই আনন্দে সম্প্রীতি ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সরিষা তৃনমূল যুব কমিটির পক্ষ থেকে মিষ্টি মুখ করে,আবির খেলায় মেতে উঠলেন I এক ব্যক্তি এক পদ নীতির সপক্ষে প্রকাশ্যেই সওয়াল করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এ নিয়ে তুমুল জলঘোলা হয়, এরপর কানাঘুষো শোনা যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চলেছেন অভিষেক। কিন্তু সম্প্রীতি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে সব জল্পনার অবসান ঘটল,বহাল রইলেন অভিষেকই। কিছু দিনের ব্যবধানে তাঁর পুরনো পদেই ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নতুন ওয়ার্কিং কমিটিতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্ব তাঁকেই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ হল, খুব স্বাভাবিক নিয়মে আর পাঁচ জনের মতো যখন অভিষেকের পদ চলে যায়, তখন দলের মধ্যে ও রাজনৈতিক মহলে এক শ্রেণির মধ্যে যুদ্ধজয়ের আনন্দ ছিল। কেউ কেউ এও দাবি করতে শুরু করেছিলেন যে অভিষেককে চাপে রাখতে দলে একাধিক সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়োগ করতে পা...

১৯শে ফেব্রুয়ারি স্মরণে বজবজ থেকে ছাড়ল স্বামীজী স্পেশাল ট্রেন

Image
নিজস্ব প্রতিবেদন, বজবজ:  ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ বিশ্ব বিজয় করে এই বাংলায় প্রথম পা রাখেন বজবজের মাটিতে। ১৯৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার চিকাগো মহা ধর্ম সম্মেলনে বক্তব্য রেখে পৃথিবীর বিভিন্ন দেশ পরিক্রমা শেষে ভারতের উদ্দেশ্য়ে রওনা হন। মোম্বাসা জাহাজে স্বামীজীর সঙ্গে ছিলেন প্রায় জনা ২০ দেশি-বিদেশী সন্ন্যাসী ও সন্ন্যাসীনি। জাহাজ এসে খিদিরপুর ডকে নোঙর কথা থাকলেও ১৮৯৭ সালের ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বজবজ জেটিতে অকস্মাৎ কারণে জাহাজটি দাঁড়িয়ে পড়ে। সারারাত জাহাজে কাটিয়ে ১৯ ফেব্রুয়ারি সকালে স্বামীজী ও তাঁর সঙ্গীসাথীরা আসেন তৎকালীন বজবজ স্টেশনে। বর্তমান যা ইয়ার্ড মাস্টারের অফিস নামে পরিচিত। সেখানে এসে একটি চেয়ারে বিশ্রাম নেন স্বামীজি। খানিকক্ষণ করে টিকিট কেটে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হন। শিয়ালদা স্টেশনে নামার পর স্বামীজীকে প্রায় ২০ হাজার মানুষ শোভাযাত্রা সহ আলমবাজার মঠে নিয়ে যান।  সেই দিনটির স্মরণে স্বামীজীর পদধূলিপূণ্য পূণ্যভূমি বজবজ থেকে পূর্বরেলের সহযোগীতায় একটি স্বামীজী স্পেশাল ট্রেন শিয়ালদা যায়। স্বামীজির মূর্তি সহ ট্রেনটিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় বিভিন্ন ...

ভোটের আগেই দুয়ারে সরকার ক্যাম্প

Image
  অমল চ্যাটার্জী , বৈদ্যবাটি : আগামী ২৭শে ফেব্রুয়ারি পুরভোট। পৌরসভার ভোটের আগেই দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি ৮ নম্বর ওয়ার্ডে। যেখানে বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড এবং ২১ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় দুয়ারে সরকার ক্যাম্প। সমস্ত সাধারণ মানুষদের জন্য দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল শেওড়াফুলি বিবেকানন্দ স্কুলে। ভিড় ছিল চোখে পড়ার মতন বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন।  সেখানে হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৭ নম্বর ওয়ার্ডের অজয় প্রতাপ সিং, ৮ নম্বর ওয়ার্ডে আশিষ রায় এবং ২১ নম্বর ওয়ার্ডের প্রবীর পাল মহাশয় তারা অকপটে স্বীকার করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০৮ টি পৌরসভার যে ভোট হচ্ছে তাতে ৮০%  এগিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এবং সবাই জয়ের ব্যাপারে আশাবাদী।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover diff...

প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Image
শ্রেয়া বসু, কলকাতা: বাংলার ফুটবলে আরও এক নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুর কিছু দিনের মধ্যেই প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত।  প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta)। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। গত ২৪ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।  বাংলার ফুটবলে আরও এক নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুর কিছু দিনের মধ্যেই প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। ভেন্টিলেশনে ছিলেন তিনি। শ্বাসকষ্ট ছিল, সঙ্গে ছিল প্রচণ্ড কাশি। গত শুক্রবার অবস্থা সঙ্কটজনক হলেও, মোটামুটি স্থিতিশীল ছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার রাতে আচমকা অবনতি শুরু হয় তাঁর। বেড়ে যায় শ্বাসকষ্টও। অক্সিজেনের মাত্রা কমতে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছিল কৃত্রিম পদ্ধতিতে। এ অবস্থায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।  ১৯৭৮ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। দেশের হয়ে খেলেছেন ১৯৭৩ থেকে ১৯৭৯ স...

বাঁকুড়া মেডিক্যালে সুপার স্পেশালিটি ব্লকে রোগী ভর্তির দাবীতে সরব বিজেপি সাংসদ

Image
  সঞ্জয় মন্ডল , বাঁকুড়া :- বাঁকুড়া মেডিক্যালে সুপার স্পেশলিটি ব্লকে রোগী ভর্তির দাবীতে এবার সরব হলেন জেলার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এক সাংবদিক বৈঠকে সাংসদ তথা মন্ত্রী বলেন 2014 সালে কেন্দ্রীয় সরকার বাঁকুড়া মেডিক্যালে  সুপার স্পেশলিটি ব্লক গড়ার জন্য অর্থ বরাদ্দ করে। কিন্তু ভবন নির্মাণ ও চালু করতে অনেক সময় পেরিয়ে গেছে। এতদিন পরেও শুধুমাত্র ডাক্তার ও নার্সের অভাবে আউটডোর টুকু শুধুমাত্র চালু হয়েছে।এখনো পর্যন্ত রোগী ভর্তির কোনো ব্যবস্থা নেই।  সুভাষ জানান রাজ্য সরকারের কাছে দাবি করছি যত দ্রুত সম্ভব পর্যাপ্ত ডাক্তার ও নার্সের ব্যবস্থা করে সুপার স্পেশলিটি ব্লকে রোগী ভর্তির ব্যবস্থা করুক।বাঁকুড়া মেডিকেল এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান ইতিমধ্যেই তারা রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত ডাক্তার ও নার্সের প্রয়োজনের কথা জনিয়েছেন এবং তারা আশাবাদী দ্রুত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করে রূগী ভর্তি চালু করবে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show ar...