পখন্না ইয়াং কালচার (Y.C.C) এর উদ্যোগে আয়োজিত হলো ক্রিকেট প্রতিযোগিতা
সঞ্জয় মন্ডল, পখন্না :- আটটি দলকে নিয়ে একদিনের একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল পখন্না ইয়াং কালচার (Y.C.C)।সোমবার হেদোর মাঠে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। আট টি দলের মধ্যে ফাইনালে মুখোমুখি হয় জয়পুর একাদশ ও দূর্গাপুর এ.বি.এন.এস বয়েজ।ফাইনালে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দূর্গাপুর এ.বি.এন.এস 48 রানের টার্গেট দেয় জয়পুর একাদশ কে। নির্ধারিত ওভারের মধ্যে 48 রানের টার্গেট পূরণ করে জয় ছিনিয়ে নেয় জয়পুর একাদশ ।
এই টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে জয়পুর একাদশ এর রোহন । বিজয়ী দল হিসেবে জয়পুর একাদশ কে নগদ 16 হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। এছাড়া বিজিত দল দূর্গাপুর এবিএন এস কে 14 হাজার নগদ টাকা এবং ট্রফি প্রদান করে আয়োজক সংস্থা।
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment