সম্প্রতি প্রকাশ পেলো রাই মিডিয়া এন্টারটেনমেন্ট নামে ইউটিউব চ্যানেল
সৃঞ্চিণী পোদ্দার, কল্যাণী: অনলাইনের যুগে আবারও নতুন ভাবনা নিয়ে পথ চলা শুরু হলো রাই মিডিয়া এন্টারটেনমেন্টের । এদিন সাংবাদিক সন্মেলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয় এই রাই মিডিয়া এন্টারটেনমেন্টের। নতুন ছোট ছোট নাটকীয় গল্প নিয়ে আসছে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট।
প্রোডাকশন প্রধান পল্লবী সাহা, ক্রিয়েটিভ হেড অরিজিৎ দে, পরিচালক রাজা দে এর তত্বাবধানে এদিন কল্যানীতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় রাই মিডিয়া এন্টারটেনমেন্ট নামক ইউটিউব চ্যানেলের। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তথা বিশিষ্ট মিমিক্রি আর্টিস্ট শক্তি চক্রবর্তী, বিশিষ্ট ব্যক্তিত্ব সুজিত মুখার্জি, জয়শ্রী মুখার্জি। এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বহু তারকারা উপস্থিত ছিলেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট এর সকল উদ্যোক্তারাও সামিল হন। বর্তমান প্রজন্মের কাছে অর্থের বিনিময় অভিনয় জগতে কাজ করানোর সুযোগ দেওয়ার বদলে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট অভিনেতা তৈরির লক্ষ্য নিয়ে শুরু করছে পথ চলা। কলকাতা থেকে সুদূর প্রান্তে যেখানে সহজেই হাতছানি দেয় অভিনয় জগতে আসার। তবে নদীয়া জেলার কল্যাণীতে যেখানে প্রত্যন্ত এলাকায় লুকিয়ে থাকা প্রতিভাদের প্রতিষ্ঠিত করবে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট। ইতিমধ্যে প্রতিষ্ঠিত বহু স্বনামধন্য অভিনেতারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আগামীতে সাফল্যের আশায় নতুন নতুন ছবি নিয়ে আসছে রাই মিডিয়া এন্টারটেনমেন্ট।
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment