পথে নামলো মেডিকেল সার্ভিস সেন্টার ও নাগরিক প্রতিরোধ মঞ্চ

 


সঞ্জয় মন্ডল, কলকাতা :- মঙ্গলবার দুপুরে মেডিকেল সার্ভিস সেন্টার ও নাগরিকর্ভিস সেন্টার ও নাগরিক প্রতিরোধ মঞ্চের যৌথ উদ্যোগে একটি কর্মসূচি পালিত হয়। উভয় সংঘটন এর পক্ষ থেকে জানানো হয় যে রাজ্য সরকার সরকারি স্বাস্থ্য  ব্যবস্থা কে  বেশ কিছু নির্দেশিকা মাধ্যমে পঙ্গু করে গোটা স্বাস্থ্য  ব্যবস্থা কে বীমা নির্ভর করে ধাপে ধাপে বেসরকারিকরণ  এর পথে এগিয়ে যাচ্ছে। তার ই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। তারা তাদের কর্মসূচি সারে আর,জি,কর মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে সই সংগ্রহ এবং প্রচার কর্মসূচি শুরু করেন।এরপর সংঘটন এর সদস্য এবং  হসপিটাল ভর্তি বহু পরিজন হাসপাতালের MSVP কে ডেপুটেশন এর জন্য এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু অন্দোলণ কারী দের চাপে  সংঘটন এর পক্ষ থেকে চার জন প্রতিনিধি কে MSVP সাথে দেখা করতে দিতে বাধ্য হয়।MSVP এবং ডেপুটি সুপারিনটেন্ড এর সাথে দেখা করেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক  ডাঃঅংশুমান মিত্র, নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে ইমতিয়াজ আলম ডাঃ সুপ্রতিম নন্দী এবং মেঘবরণ হাইতি। 


উভয় সংঘটন এর যৌথ নেতৃত্ব জানান পুটেশন পর্ব ঠিক হলেও এরপর তারা যখন হসপিটালের গেট দিয়ে বের হচ্ছিলেন তখন হসপিটালের কাছেই একদল পুলিশের সামনেই আন্দোলনকারীদের ওপর চড়াও হয়ে এবং মারধোর শুরু করা হয়। পুলিশ দর্শকের ভূমিকা নেয় এবং হামলাকারীদের কার্যত সহযোগিতা করে , এমন টাই দাবি করেছেন উভয় আন্দোলনরত সংঘটন এর নেতৃত্বরা । আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় যে, আক্রমণ যত বেশী হবে আন্দোলন তত প্রবল হবে।আন্দোলনরত সংঘটন এর নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।




About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGK...

Twitter: https://twitter.com/SothikBarta



Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো