Posts

Showing posts from April, 2023

এভাবেও স্বপ্ন দেখা যায়

Image
  নিজস্ব প্রতিবেদন: নাম তার বসন্ত হেমব্রম। ২০০৯ সালে হোমগার্ড হিসাবে যোগ দেন কলকাতা পুলিশে। কর্মরত ছিলেন মেট্রো রেলওয়ে পুলিশে। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি ভালোবাসা ছিলো তার। বিশেষ আকর্ষণ ছিল সাইকেল চালানোর প্রতি। তবে রেসিং সাইকেল কেনার সামর্থ্য না থাকায় সেই স্বপ্ন কখনো পুরনো হয়নি বসন্তের।  ফলে স্বপ্ন পূরণের উদ্দেশ্য সাধ্যের মধ্যে থাকা উপকরণ দিয়েই চলত অসাধ্য সাধনের প্রচেষ্টা। সাধারণ সাইকেল নিয়েই দিনরাত অনুশীলন, কাজের হাজার চাপের মধ্যেও যা একদিনের জন্যও থামতে দেননি বসন্তকে।  ২০১৪ সালে খবর পান বেঙ্গল সাইক্লিং চ্যাম্পিয়নশিপের। সাধারণ সাইকেল ইভেন্টে অংশগ্রহণ করেন এবং জেতেন স্বর্ণপদক। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় জেতেন পুরস্কার। ইতিমধ্যে ডিউটি, অনুশীলনের ফাঁকেই প্রস্তুতি নিয়ে ২০১৫ সালে কলকাতা পুলিশে যোগ দেন কনস্টেবল হিসেবে।  রাজ্য স্তরে সাফল্যের দৌলতে ২০১৮ সালে হরিয়ানায় অনুষ্ঠিত জাতীয় স্তরের সাইক্লিং প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন তিনি, তবে একটুর জন্য পদক হাতছাড়া হয়। বুঝতে পারেন, উন্নত মানের রেসিং সাইকেল থাকলে এমনটা হত না। সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বিদেশ...

ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

Image
  নিজস্ব প্রতিবেদন:বিরাট কোহলিকে বল করছেন প্যাট কামিংস। এই দৃশ্য দেখতে হয়তো আর বেশি দেরি নেই। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জুন ওভালে অনুষ্ঠিত হবে ফাইনাল। দুটি দেশী ট্রফি দিতে মরিয়া প্রচেষ্টা চালাবে। একটি দুর্দান্ত টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট অনুরাগীরা। নিরপেক্ষ ভীনুতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়া উভয়ে দেশী পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামবে, ও জেতার জন্য মরিয়া প্রচেষ্টা চালাবে এমনটাই মনে করা হচ্ছে।

IDCA চতুর্থ T-20 ডেফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল

Image
গোপাল দেবনাথ, কলকাতা:   ভারতীয় ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা  (IDCA) দেশ জুড়ে সক্ষম খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে ডেফ ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছিল।  তাদের এই চতুর্থ টি-২০ ডেফ আইপিএল ২০২৩ -এ মোট ৮টি রাজ্য  একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ২৪ শে এপ্রিল থেকে ২৭ শে এপ্রিল পর্যন্ত এই লিগ চলেছে। ২৭ এপ্রিল এই লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠীত হয় মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে ( মার্লিন রাইজ- দ্য স্পোর্টস সিটি, রাজারহাট)। ডেফ চেন্নাই ব্লাস্টারস  বনাম ডেফ ব্যাংগালোর বাদশাহের মধ্যে ফাইনাল ম্যাচ আনুষ্ঠীত হয়। জয়ী হয় চেন্নাই ব্লাস্টারস।  এই লিগের ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী দেবাং গান্ধী,  ইমামি গ্রুপের  শ্রী সন্দীপ আগারওয়াল এবং  মার্লিন গ্রুপ এর  ডিরেক্টর শ্রী সত্যেন সাংভি।  প্রথম সেমিফাইনাল হয়, ডেফ দিল্লী বুলস এবং ডেফ  ব্যাংগালোর বাদশাহ এর মধ্যে। জয়ী হয়, ডেফ  ব্যাংগালোর বাদশাহ। দ্বিতীয় সেমিফাইনাল হয়, ডেফ রাজস্থান রয়্যাল এবং ডেফ চেন্নাই ব্লাস্টারস এর মধ্যে। জয়ী হয়,...

র‍্যাম্পে মডেলদের নিয়ে বিধায়ক মদন মিত্র

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বর্তমানে শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে থাকে। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে "মিস বনিতা'২০২৩" ।  আয়োজক রেড সেল, সহযোগিতায় টেক্সভো ইন্ডিয়া। মিস বনিতা -২৩ নামক এই ট্যালেন্ট শো এর মাধ্যমে সত্যিকারের প্রতিভারা সেরার সেরা শিরোপা জিতে নিলেন। এদিন কলকাতার এক অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতা মিস বনিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা,সমাজসেবী সুভাষ বোস,ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস,ডায়টেশিযন শ্রেয়শী ভৌমিক সিনহা, মডেল মাধবিলতা সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের বয়সসীমা ১৮বছর থেকে ৩o বছরের মধ্যে সীমাবদ্ধ। প্রতিযোগিতা টেক্সভো ইন্ডিয়ার কর্ণধার মৌসুমী নায়েক জানালেন মূলত নিখুঁত প্রতিভার অধিকারীকে এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হল। এদিনের অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জয় ব্যানার্জী , লীনা গাঙ্গুলী...

পথচারীদের জল বাতাসা খাওয়ালেন পুলিশ বাপন

Image
  সুমন্ত দাস, কলকাতা: পথচলতি মানুষের পাশে পুলিশকর্মী বাপন দাস তুলে দিলেন জল বাতাসা লেবু। সারা রাজ‍্যে চলছে তীব্র তাপ প্রবাহ আর সেই কথা মাথায় রেখে কলকাতায় পথচলতি রিক্সা চালক, সাফাই কর্মী এবং পথচারীদের হাতে নববর্ষের সকালে জল বাতাসা তুলে দেন কলকাতা পুলিশের কর্মী বাপন দাস ।  এদিন তিনি বলেন, বরাবর মানুষের পাশে থেকেছেন আর এখনো আছেন। তাই যখন কোন মানুষ বিপদে পড়ে তার কাছে আসেন তিনি সব সময় চেষ্টা করেন তাকে সাহায্য করতে । তাই তো এই তীব্র গরমকে উপেক্ষা করেও কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে তিনি পথ চলতি মানুষের তৃষ্ণা মেটানোর জন‍্য তাদের হাতে জলের বোতল তুলে দিয়েছেন। সাাথে দিয়েছেন বাতাসা এবং লেবুও। যারা আজ বাপন বাবুর হাত থেকে জলের বোতল পেলেন তারা প্রত‍্যেকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার সাফল‍্য কামনা করেছেন।   

উত্তরপাড়ায় চলছে জমজমাট হস্তশিল্প প্রদর্শনী

Image
  সুমন্ত দাস, উত্তরপাড়া: বাংলা নববর্ষের দিন থেকে হুগলী জেলার অন্তর্গত উত্তরপাড়ায় শুরু হয়ে গেলো এক হস্তশিল্প মেলা। এই মেলার আয়োজন করেছে সম্পূর্না বুটিক। এই মেলা জুড়ে রয়েছে নানারকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বুটিকের সম্ভার। পাশাপাশি  এদিন মেলার প্রতিটি দোকানে ক্রেতার লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো।  এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেলার উদ্যোক্তা সম্পূর্না বুটিকের কর্নধার বর্নালী দে জানান , এই বুটিকটি সম্পূর্ন রুপে মহিলাদের স্বনির্ভর করে তুলতে গড়ে তোলা হয়েছে। তিনি আরো জানান এই হস্তশিল্প মেলার মাধ‍্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলাই তাদের লক্ষ‍্য।