এভাবেও স্বপ্ন দেখা যায়
নিজস্ব প্রতিবেদন: নাম তার বসন্ত হেমব্রম। ২০০৯ সালে হোমগার্ড হিসাবে যোগ দেন কলকাতা পুলিশে। কর্মরত ছিলেন মেট্রো রেলওয়ে পুলিশে। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি ভালোবাসা ছিলো তার। বিশেষ আকর্ষণ ছিল সাইকেল চালানোর প্রতি। তবে রেসিং সাইকেল কেনার সামর্থ্য না থাকায় সেই স্বপ্ন কখনো পুরনো হয়নি বসন্তের। ফলে স্বপ্ন পূরণের উদ্দেশ্য সাধ্যের মধ্যে থাকা উপকরণ দিয়েই চলত অসাধ্য সাধনের প্রচেষ্টা। সাধারণ সাইকেল নিয়েই দিনরাত অনুশীলন, কাজের হাজার চাপের মধ্যেও যা একদিনের জন্যও থামতে দেননি বসন্তকে। ২০১৪ সালে খবর পান বেঙ্গল সাইক্লিং চ্যাম্পিয়নশিপের। সাধারণ সাইকেল ইভেন্টে অংশগ্রহণ করেন এবং জেতেন স্বর্ণপদক। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় জেতেন পুরস্কার। ইতিমধ্যে ডিউটি, অনুশীলনের ফাঁকেই প্রস্তুতি নিয়ে ২০১৫ সালে কলকাতা পুলিশে যোগ দেন কনস্টেবল হিসেবে। রাজ্য স্তরে সাফল্যের দৌলতে ২০১৮ সালে হরিয়ানায় অনুষ্ঠিত জাতীয় স্তরের সাইক্লিং প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন তিনি, তবে একটুর জন্য পদক হাতছাড়া হয়। বুঝতে পারেন, উন্নত মানের রেসিং সাইকেল থাকলে এমনটা হত না। সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বিদেশ...