উত্তরপাড়ায় চলছে জমজমাট হস্তশিল্প প্রদর্শনী
সুমন্ত দাস, উত্তরপাড়া: বাংলা নববর্ষের দিন থেকে হুগলী জেলার অন্তর্গত উত্তরপাড়ায় শুরু হয়ে গেলো এক হস্তশিল্প মেলা। এই মেলার আয়োজন করেছে সম্পূর্না বুটিক। এই মেলা জুড়ে রয়েছে নানারকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বুটিকের সম্ভার। পাশাপাশি এদিন মেলার প্রতিটি দোকানে ক্রেতার লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেলার উদ্যোক্তা সম্পূর্না বুটিকের কর্নধার বর্নালী দে জানান , এই বুটিকটি সম্পূর্ন রুপে মহিলাদের স্বনির্ভর করে তুলতে গড়ে তোলা হয়েছে। তিনি আরো জানান এই হস্তশিল্প মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলাই তাদের লক্ষ্য।
Comments
Post a Comment