পথচারীদের জল বাতাসা খাওয়ালেন পুলিশ বাপন

 


সুমন্ত দাস, কলকাতা: পথচলতি মানুষের পাশে পুলিশকর্মী বাপন দাস তুলে দিলেন জল বাতাসা লেবু। সারা রাজ‍্যে চলছে তীব্র তাপ প্রবাহ আর সেই কথা মাথায় রেখে কলকাতায় পথচলতি রিক্সা চালক, সাফাই কর্মী এবং পথচারীদের হাতে নববর্ষের সকালে জল বাতাসা তুলে দেন কলকাতা পুলিশের কর্মী বাপন দাস । 

এদিন তিনি বলেন, বরাবর মানুষের পাশে থেকেছেন আর এখনো আছেন। তাই যখন কোন মানুষ বিপদে পড়ে তার কাছে আসেন তিনি সব সময় চেষ্টা করেন তাকে সাহায্য করতে । তাই তো এই তীব্র গরমকে উপেক্ষা করেও কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে তিনি পথ চলতি মানুষের তৃষ্ণা মেটানোর জন‍্য তাদের হাতে জলের বোতল তুলে দিয়েছেন। সাাথে দিয়েছেন বাতাসা এবং লেবুও। যারা আজ বাপন বাবুর হাত থেকে জলের বোতল পেলেন তারা প্রত‍্যেকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার সাফল‍্য কামনা করেছেন। 

 

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক