Posts

Showing posts from June, 2023

নির্বাচকদের সমালোচনা করলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার

Image
ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়ার জন্য ,পরের মাসে ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের জন্য প্রশংসনীয় স্কোরার সরফরাজ খানকে উপেক্ষা করার জন্য জাতীয় নির্বাচকদের কটাক্ষ করেছেন। সরফরাজের অ-নির্বাচনের কথা উল্লেখ করে, গাভাস্কার আইপিএলে খেলোয়াড়দের রেকর্ড বিবেচনার পরিবর্তে ভারতীয় লাল বলের দল বাছাই করার সময় দেশের প্রধান ঘরোয়া টুর্নামেন্টে পারফরম্যান্সের দিকে নজর না দিলে রঞ্জি ট্রফির পিছনে যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।সরফরাজ খান গত তিন মৌসুমে 100 গড়ে রান করেছেন। তাকে দলে নিতে কী করতে হবে? সে হয়তো একাদশে নাও থাকতে পারে, কিন্তু আপনি তাকে দলে নিবেন,” স্পোর্টস টুডে মুম্বাই ব্যাটার সম্পর্কে গাভস্কার বলেছেন।"তাকে বলুন যে তার পারফরম্যান্স স্বীকৃত হচ্ছে। অন্যথায়, রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। বলুন, এতে কোন লাভ নেই, আপনি শুধু আইপিএল খেলেন এবং মনে করেন আপনি লাল বলের খেলার জন্যও যথেষ্ট।" তিনটি সেঞ্চুরির সাহায্যে, 2022-23 রঞ্জি ট্রফিতে সরফরাজ ছয় ম্যাচে 92.66 গড়ে 556 রান সংগ্রহ করেছিলেন।25 বছর বয়সী এই ডানহাতি ব্যাটার 2021-22 রঞ্জি মরসুমে 122.75 গড়ে 982 রান করেছিল...

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভার

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আজ ২৩ সে জুন পশ্চিমবঙ্গ রাজ্য অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত হলো সকাল ঠিক এগারোটার সময়। রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে, শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তিতে অখিল ভারত হিন্দু মহাসভার উত্তরীয় পরিয়ে এবং দুধ ও গঙ্গাজল সমর্পণের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলীদান দিবস পালন করা হলো। রাজ্য কমিটির পক্ষ থেকে স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনামিকা দে, শ্রাবণী মুখার্জী, কমল কৃষ্ণ কুইলা, প্রিয়াঙ্কা প্রামাণিক এবং দীপ্তিশ গুহ সহ আরো অনেক উচ্চ নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুর এতগুলো বছর পর উনি যে রাজনৈতিক দলের সভাপতি ছিলেন সেই অখিল ভারত হিন্দু মহাসভা চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলগত ভাবে নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে চলেছে। চন্দ্রচূড় বাবুর কথায় শ্যামাপ্রসাদ মুখার্জী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শেই সনাতনী জাতীয়তাবাদী এক রাজনৈতিক শক্তিরূপে এত বছর পর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ...

দূষণমুক্ত পরিবেশ গড়তে সরব 'গ্ৰীন চেন মুভমেন্ট '

Image
অভিজিৎ হাজরা, আমতা: পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ হল জল দূষণ। বর্তমানে পলিথিন,প্লাস্টিক,থার্মোকল এর ব্যবহার হওয়ায় জল দূষণ ও বায়ু দূষণ হচ্ছে। ২০০২ সালের ১ লা জুলাই থেকে সারা দেশে প্লাস্টিকের একক ব্যবহারযোগ্য কাপ,চামচ,থালা এবং ৩১ শে ডিসেম্বর থেকে ১২০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিষেধাজ্ঞা জারির পর নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে কোমর বেঁধে অভিযানে নেমেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু দুঃখের বিষয় সেই অভিযান কয়েক মাস দ্রুত গতিতে চলার পর আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়,এ রাজ্যে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক,১২০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের শীর্ষে রয়েছে হাওড়া জেলা। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েষ্ট ম্যানেজমেন্ট,এয়ার অ্যান্ড ওয়াটার (আই ডব্লিউ এম এড ব্লিউ) সংস্থার উদ্যোগে ২০২২ সালের ১ লা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একটি সমীক্ষা করা হয়। সমীক্ষায় বলা হয়,দু ' ধরণের নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারের শীর্ষে রয়েছে হাওড়া জেলা। সমীক্ষায় বলা হয়,হাওড়ায় নিষিদ্ধ প্লাস্টি...

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবীন্দ্র - নজরুল সন্ধ্যা

Image
  অভিজিৎ হাজরা, সোনারপুর: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং শিশু থেকে কিশোর-কিশোরী ও যুব সমাজের মানবিক মূল্যবোধ গড়তে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো রবীন্দ্র -নজরুল সৃষ্টি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এক রবীন্দ্র - নজরুল সন্ধ্যা। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রাজপুর-সোনারপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় সম্পন্ন এই দিনের এই অনুষ্ঠান।  এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুর - সোনারপুর মিউনিসিপ্যালিটির ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষাল, ফুটবলার রুপক চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শম্ভুনাথ মুখার্জী,সমাজসেবী সোমেন মোহন ঘোষাল, রাজপুর -সোনারপুর মিউনিসিপ্যালিটির পৌর প্রধান ডাঃ পল্লব কুমার দাস, কবি ডাঃ নির্মল করণ। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সভাপতি পৃথিশ বিশ্বাস এবং সংগঠনের সম্পাদক তথা শিক্ষক ও প্রযুক্তিবিদ সুব্রত সাহার তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই সম্পূর্ণ অনুষ্ঠান।  গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পৃথিশ বিশ্বাস বলেন, দ্রুত নগরায়ন সভ্যতার ফলে নিব্বিচারে গাছ ...

আরও ২ থেকে ৩ দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সমগ্র পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও অরুণাচল প্রদেশ-অসম-মেঘালয়-ত্রিপুরা-নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম রাজ্যে, উত্তরপূর্ব বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে, মধ্য আরবসাগর ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং কর্ণাটক ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণপশ্চিম মৌসুমীবায়ু প্রবেশ করেছে। যার জেরে আবহাওয়া কিছুটা মেঘলা। কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  মৌসুমীবায়ু প্রবেশের রেখা অবস্থান করছে ১৪.৫°উঃ/৫৫°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৬০°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৬৫°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৭০°পূঃ স্থানঙ্ক, কারওয়ার, মাদিকেরী, কোড়াইকানাল, আদিরামপাত্তিনম, ১২°উঃ/৮৩°পূঃ স্থানঙ্ক, ১৬°উঃ/৮৭°পূঃ স্থানঙ্ক, ২১°উঃ/৯০°পূঃ স্থানঙ্ক, ২৩.৫°উঃ/৯০.৫°পূঃ স্থানঙ্ক, ধুবরী এবং ২৮°উঃ/৮৯°পূঃ স্থানঙ্কের উপর দিয়ে। আগামী ২ থেকে ১ দিনের মধ্যে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশে অর্থাৎ তামিলনাড়ু, কর্ণাটক, এবং মধ্য আরবসাগররের দক্ষিণপশ্চিম, পশ্চিম-মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং মহারাষ্ট্র, গোয়া ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মৌসুমীবায়ু প্রবেশ করতে পারে। তা...

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: নকল কাগজ দেখিয়ে OLX নামে এক অনলাইন অ্যাপের মাধ্যমে বিক্রি করা মোটরবাইক উদ্বার করলো বেলঘরিয়া থানার পুলিশ। অভিযোগ পেয়ে বেলঘরিয়া থানার তদন্তকারী অফিসার তদন্ত করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ঘুরে উদ্বার করেছে বেআইনি ৭টি স্কুটি। জানা যায় যে , যিনি অভিযোগকারী ও অন্য যারা ভুক্তভোগী তারা সকলেই olx অ্যাপের মাধ্যমে একজন অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে স্কুটি গুলো কেনেন। আর সেই স্কুটির কাগজপত্র সবই নকল ছিল। ইতিমধ্যে বেলঘরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তকে। এখনো তদন্ত প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কি না সেই সমস্ত বিষয়েও তদারকি করছেন বেলঘরিয়া থানার পুলিশ।