ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
সৃঞ্চিণী পোদ্দার, খরদহ: করোনা কালে গণ মাধ্যমের প্রভাব, দার্জিলিং এর ভূমিধ্বস এবং জল দূষণ নিয়ে মাত্র ২ মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো খরদহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় । ছোট থেকে বড় হয়ে ওঠা বই খাতা নিয়েই। বর্ধমানের কামাল গ্রাম থেকে কলকাতায় এসে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনো করা। মধ্যবিত্ত পরিবারের মাঝে বাবা মায়ের সমর্থনে স্বপ্ন পূরণের পথে বছর ২১ এর যুবক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। কল্যাণী বিশ্ব বিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়, আসামের এইচ পি বি বালিকা বিশ্ববিদ্যালয় , সিউ নারায়ণ রামেশ্বর ফাতেপুরিয়া কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওমোরফোলো-জিস্টস থেকে গবেষণা সম্পন্ন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো সে। বর্তমানে বেহালা সরসুনা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ভূগোলে স্নাতকোত্তর করছে। এর পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পাইথন বিষয়ে কোর্সও করছে সে। পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। তার বন্ধু হোক কিংবা সহপাঠী সবটা জুড়েই কেবল পড়াশুনো আর বই খাতা। দেবজ্যোতির বাবা সাধন কুমার বন্দ্যোপাধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করেন। বড় হয়ে ওঠা শিক্ষক ছাত্রের সম্পর্ক দেখে। তাই দেবজ্যোতির ইচ্ছে আগামীতে উচ্চ শিক্ষার পাশাপাশি আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান করার। দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যে আজ খুশি এবং গর্বিত গোটা পরিবার সহ পরিজনেরা।
খরদহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের নানা গবেষণা মূলক লেখনী ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সাইন্টিফিক রিসার্চ জার্নালে,কোয়েষ্ট জার্নাল সহ ম্যাচারে প্রকাশিত হয়েছে। জাতীয় স্তরে বিভিন্ন সন্মেলনে অংশ গ্রহণও করেছে বছর ২১ এর যুবক দেবজ্যোতি। আন্তর্জাতিক স্তরে নিজের বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেছে সে। আজ করোনা কালে গণ মাধ্যমের প্রভাব, দার্জিলিং এর ভূমিধ্বস এবং জল দূষণ নিয়ে মাত্র ২ মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিল দেবজ্যোতি। তার এই সাফল্যে খুশি ভৈরব গাঙ্গুলি কলেজের প্রিন্সিপালও। শুভেচ্ছা জানাতে তার সাথে দেখা করতে আসে তার পরিজন থেকে শুরু করে তার বন্ধু বান্ধবরা ।
Comments
Post a Comment