Posts

Showing posts from April, 2024

দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পুজো

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: দমদম পার্ক তরুণ সঙ্ঘের দুর্গাপুজোর খ্যাতি সারা বাংলা জুড়ে। কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো হল দমদম পার্ক তরুণ সঙ্ঘের পুজো। নতুন নতুন ভাবনা দিয়ে মণ্ডপ সজ্জা সেইসাথে মা দুর্গার অসাধারণ মূর্তি বাঙালি সমাজে কে চমকিত করে দেয়। পুজো শুরু হতে বহু মাস বাকি তা সত্ত্বেও রাম নবমীর দিনটি বেছে নেওয়ার অন্যতম কারণ এই দিনেই পুরুষোত্তম রাম চন্দ্র বাসন্তী পুজোর নবমীর দিনটি উদযাপন করেছিলেন বলে  আমরাও আমাদের পুজোর শুভ সূচনা করলাম বলে জানালেন পুজো কমিটির অন্যতম সম্পাদক সায়ন্তন কাঞ্জিলাল। এই পুজো কমিটির এবারের থিম মুক্তধারা। এদিনই ছিল খুঁটি পুজো ও পুজোর প্রচ্ছদ উন্মোচন। দমদম পার্ক তরুণ সংঘের দুর্গাপুজো এই বছর ৩৯ তম বর্ষে পদার্পন করলো।।  খুঁটি পুজোর উদ্বোধন এবং প্রচ্ছদ উন্মোচন করেন এলাকার বিধায়ক ও রাজ্যের অগ্নিনির্বাপক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু। এবারের থিম নির্মাণের দায়িত্বে অনির্বান দাস। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রবিন গাঙ্গুলি। সম্পাদক মন্ডলীর তিন সদস্য সুনন্দ মিত্র, সায়ন্তন কাঞ্জিলাল এবং সৌর ঘোষ। কার্যকারী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দেবী প্রসাদ চ...

মন্ত্রী ব্রাত্য বসুকে সাথে নিয়ে ভোট প্রচারে সৌগত রায়

Image
  নিজস্ব প্রতিবেদন, দমদম: মন্ত্রী ব্রাত্য বসুকে সাথে নিয়ে ভোট প্রচার করলেন দমদম লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্পন্ন হয় এই দিনের এই মিছিল। দমদম ইন্দিরা ময়দান থেকে শুরু হয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন রেল ময়দানে শেষ হয়।  কয়েকশো কর্মী সমর্থকেরা সামিল হন এই দিনের এই মিছিলে। রাজ্যের শিক্ষক সংগঠনের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বিভিন্ন কলেজের তৃণমূল কংগ্রেস পরিচালিত সংগঠন ওয়েব কুপার অধ্যাপক, সদস্যরাও অংশগ্রহণ করেন। 

রাজকুমার পালের ছবি "গলু" এবার বিদেশের মাটিতে

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: একটি শিশুর সাথে পোষ্যর ভালোবাসার গল্প. যা মানুষের প্রতি পোষ্যর ভালোবাসা । আমাদের যান্ত্রিক জীবনযাত্রাকে তুচ্ছ করে এই সমাজকে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা।  বারাসাতের নারায়ণ স্কুল সহ বারাসতের বিভিন্ন্ অঞ্চলে "গলুর" শুটিং হয়েছে। কল্যাণ সেন বরাটের সুরে এই ছোট্ট ছবিতে রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্র লাল রায়ের লেখায় গান গেয়েছেন হৃদিস্রোতা মণ্ডল, উদিতা মাল, শীর্ষা দে এবং মিতা সেন। ছবিতে আবহ সৃষ্টি করছেন কৌস্তভ সেন বরাট। ছবিতে রানু গুহ এর একটি কবিতা অন্য মাত্রা পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন পলাশ অধিকারী,বেবী,রাখি, দেবাশীষ মল্লিক চৌধুরী, সাহানা ব্যানার্জী, ও গৌতম সরকার সহ আরো অনেকে,এবং গলুর চরিত্রে পরমিত, ও সহপাঠী বন্ধুর চরিত্রে অদ্রিজা । মৈনাক মুখার্জীর ক্যামেরায়,সুকান্ত শিলের শিল্প নির্দেশনায় এবং অনির্বাণ মজুমদারের সম্পাদনায় ছোট্ট ছবিটি দেশ বিদেশের বিভিন্ন চলচিত্র উৎসবে অংশ নিতে নিতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক রাজকুমার পাল।

লোকসভায় মতুয়ারা তিন কেন্দ্রে প্রার্থী দিল

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: শ্রীশ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ। এই প্রথম তিনটি লোকসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থীদের নাম ঘোষনা করল তাঁরা।মতুয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৭৭ বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে আমরা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সরকারের শাসন দেখেছে। এই সমস্ত রাজনৈতিক দলের সরকারের শাসনকালে দেশ এবং রাজ্যের সীমাহীন দুর্নীতি অর্থনৈতিক কেলেঙ্কারি বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। সমাজের ৮০ শতাংশ মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশ এবং রাষ্ট্রের সেবা করে চলেছে যারা মূলত উৎপাদক শ্রেণী মানুষ তারা গরিব থেকে ভিখারিতে পরিণত হয়েছে। ক্লাস এইট পাশ পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দিয়ে গ্রাম বাংলার কৃষক শ্রমজীবী খেটে খাওয়া দেশভাগের ছিন্নমূলক বাস্তু, নমঃশূদ্র, আদিবাসী মতুয়া পরিবারের ছেলেমেয়েদের মূর্খ বানিয়ে গোলামে পরিণত করতে চাইছে । তাদের আরো অভিযোগ কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে প্রাচীর গড়তে চাইছে চাইছে । যেখানে ভারতবর্ষের ৮০শতাংশ মানুষ বসবাস করে গ্রামে সেই গ্রামীণ সরকারি শিক্ষা ব্য...

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বসন্ত উৎসব উদযাপন

Image
  সৃঞ্চিণী পোদ্দার, ব্যারাকপুর: শীতের পাতা ঝড়ার মরশুম শেষে শুকনো আবহাওয়া দূর করতে চারিদিকে যখন কোকিলের ডাকের সাথে শুরু হয় বসন্তকাল। সে সময় গোটা রাজ্যজুড়ে রংবেরঙের আবির রঙের খেলায় মেতে ওঠে আপামোর জনতা। বসন্ত উৎসবের আমেজে আত্মহারা হয়ে নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে এই দিনটি।। তবে আইনের যারা রক্ষক। যারা সব সারা বছর কড়া ভাবে শাসন করে থাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে। এবার তারা উৎসবের নামে যে মেতে উঠলো। বসন্ত উৎসবকে উপলক্ষ করে রঙে আবিরে উদযাপন করা হয় দোলের দিনটিকে। এক টুকরো যেন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট শান্তিনিকেতন গড়ে উঠলো ব্যারাকপুর পুলিশ লাইনে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দোল পূর্ণিমার শুভ লগ্নে এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বাংলায় বসন্ত উৎসব উদযাপনের সুন্দর ঐতিহ্য রীতি কে বজায় রেখে একে অপরকে রং মাখিয়ে পলাশ ফুলের গন্ধ নিয়ে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। ব্যারাকপুর পুলিশ কমিশনের নগরপাল অলোক রাজোরিয়া তিনিও শামিল হন এই দিনের এই অনুষ্ঠানে। প্রত্যেক কর্মরত পুলিশ আধিকারিকরা, একে অপরকে রং মাখিয়ে এই দিনটি মিষ্টিমুখ শেষে সম্পন্ন করে।...

নিউ মার্কেট হকার্স সুরক্ষা ইউনিয়নের উদ্যোগে ইফতার পার্টি

Image
  শুভ ঘোষ , নিউ মার্কেট: প্রতিবছরের মতো এ বছরেও রমজান মাসের ইফতার পার্টির আয়োজন করল নিউমার্কেট সংলগ্ন হকার্স সুরক্ষা ইউনিয়ন। কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ধর্মতলার নিউ মার্কেট সংলগ্ন হকার্স সুরক্ষা ইউনিয়ন পক্ষ থেকে দাওয়াত-ই- ইফতার পার্টির আয়োজন করা হয়.।নিউমার্কেট হকার্স সুরক্ষা ইউনিয়ন প্রেসিডেন্ট মদন মিত্র মহাশয়,জেনারেল সেক্রেটারি সৈইফ খান,ভাইস প্রেসিডেন্ট মুক্তার আহমেদ,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ শামীম,ওয়াকিং প্রেসিডেন্ট মনি দা এবং মোঃ কালাম,জয়েন্ট জেনারেল সেক্রেটারি ভি,জে রহিম,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহিদ হোসেন,এছাড়া তৃণমূলের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ নাদিমুল হক, মনোরঞ্জন ভট্টাচার্য, স্বর্ণকমল সাহা,নাসিমা আলী।নিউমার্কেট হকার্স সুরক্ষা ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট মুক্তার আহমেদ পক্ষ থেকে তিন হাজার মানুষের ইফতার পার্টির আয়োজন করা হয়। 

অনুবাদ পত্রিকার 'জীবনকৃতি সারস্বত সম্মান' ও 'সোনালী ঘোষাল সারস্বত সম্মান'

Image
  শুভ ঘোষ, কলকাতা: বাংলা সাহিত্যের এক অনন্য ধারার নাম অনুবাদ সাহিত্য। বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত গল্প, কবিতা ও প্রবন্ধ নিজের ভাষায় অনুবাদ করে যে সাহিত্য সৃষ্টি হয় সেই ‘অনুবাদ সাহিত্যের’ কদর আজও সমান গুরুত্বের।  এই ভিন্নধারার সাহিত্য সৃষ্টির জন্য এবার এ রাজ্যের অনুবাদকদের সম্মানিত করল ১৯৭৫ সাল থেকে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একমাত্র পত্রিকা ‘অনুবাদ পত্রিকা’৷ এই পত্রিকার পথ চলা শুরু হয়েছিল বৈশম্পায়ন ঘোষাল ও তাঁর স্ত্রী সোনালী ঘোষালের হাত ধরে। সম্প্রতি প্রয়াত হয়েছেন তাঁরা। এখন কন্যা বিতস্তা ঘোষাল এই পত্রিকার সম্পাদনা করে চলেছেন। পত্রিকার ৫০ বছর উপলক্ষে বিধাননগরের 'ঐকতান' অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ভাষা সংসদ ও অনুবাদ পত্রিকা আয়োজিত 'জীবনকৃতি সারস্বত সম্মান' ও 'সোনালী ঘোষাল স্মৃতি সারস্বত সম্মান' প্রদান অনুষ্ঠান।    ‘জীবনকৃতি সারস্বত সম্মান’ প্রদান করা হয় বিশিষ্ট অনুবাদক   নীলাঞ্জন চট্টোপাধ্যায়, বিপ্লব বিশ্বাস ও অনুরাধা মহাপাত্রকে। ‘সোনালী ঘোষাল স্মৃতি সারস্বত সম্মান’ পান শ্যামল ভট্টাচার্য, নন্দিতা ভট্টাচার্য, সুদীপ্ত চট্টোপাধ্যায়, মায়া সিদ্ধান্ত(পত্রিকা সম্পা...