ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বসন্ত উৎসব উদযাপন
সৃঞ্চিণী পোদ্দার, ব্যারাকপুর: শীতের পাতা ঝড়ার মরশুম শেষে শুকনো আবহাওয়া দূর করতে চারিদিকে যখন কোকিলের ডাকের সাথে শুরু হয় বসন্তকাল। সে সময় গোটা রাজ্যজুড়ে রংবেরঙের আবির রঙের খেলায় মেতে ওঠে আপামোর জনতা। বসন্ত উৎসবের আমেজে আত্মহারা হয়ে নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে এই দিনটি।। তবে আইনের যারা রক্ষক। যারা সব সারা বছর কড়া ভাবে শাসন করে থাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে। এবার তারা উৎসবের নামে যে মেতে উঠলো। বসন্ত উৎসবকে উপলক্ষ করে রঙে আবিরে উদযাপন করা হয় দোলের দিনটিকে। এক টুকরো যেন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট শান্তিনিকেতন গড়ে উঠলো ব্যারাকপুর পুলিশ লাইনে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দোল পূর্ণিমার শুভ লগ্নে এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বাংলায় বসন্ত উৎসব উদযাপনের সুন্দর ঐতিহ্য রীতি কে বজায় রেখে একে অপরকে রং মাখিয়ে পলাশ ফুলের গন্ধ নিয়ে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। ব্যারাকপুর পুলিশ কমিশনের নগরপাল অলোক রাজোরিয়া তিনিও শামিল হন এই দিনের এই অনুষ্ঠানে। প্রত্যেক কর্মরত পুলিশ আধিকারিকরা, একে অপরকে রং মাখিয়ে এই দিনটি মিষ্টিমুখ শেষে সম্পন্ন করে।
Comments
Post a Comment