রাজকুমার পালের ছবি "গলু" এবার বিদেশের মাটিতে

 


দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: একটি শিশুর সাথে পোষ্যর ভালোবাসার গল্প. যা মানুষের প্রতি পোষ্যর ভালোবাসা । আমাদের যান্ত্রিক জীবনযাত্রাকে তুচ্ছ করে এই সমাজকে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা। 

বারাসাতের নারায়ণ স্কুল সহ বারাসতের বিভিন্ন্ অঞ্চলে "গলুর" শুটিং হয়েছে। কল্যাণ সেন বরাটের সুরে এই ছোট্ট ছবিতে রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্র লাল রায়ের লেখায় গান গেয়েছেন হৃদিস্রোতা মণ্ডল, উদিতা মাল, শীর্ষা দে এবং মিতা সেন। ছবিতে আবহ সৃষ্টি করছেন কৌস্তভ সেন বরাট। ছবিতে রানু গুহ এর একটি কবিতা অন্য মাত্রা পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন পলাশ অধিকারী,বেবী,রাখি, দেবাশীষ মল্লিক চৌধুরী, সাহানা ব্যানার্জী, ও গৌতম সরকার সহ আরো অনেকে,এবং গলুর চরিত্রে পরমিত, ও সহপাঠী বন্ধুর চরিত্রে অদ্রিজা ।

মৈনাক মুখার্জীর ক্যামেরায়,সুকান্ত শিলের শিল্প নির্দেশনায় এবং অনির্বাণ মজুমদারের সম্পাদনায় ছোট্ট ছবিটি দেশ বিদেশের বিভিন্ন চলচিত্র উৎসবে অংশ নিতে নিতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক রাজকুমার পাল।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের