নিউ মার্কেট হকার্স সুরক্ষা ইউনিয়নের উদ্যোগে ইফতার পার্টি
শুভ ঘোষ , নিউ মার্কেট: প্রতিবছরের মতো এ বছরেও রমজান মাসের ইফতার পার্টির আয়োজন করল নিউমার্কেট সংলগ্ন হকার্স সুরক্ষা ইউনিয়ন। কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ধর্মতলার নিউ মার্কেট সংলগ্ন হকার্স সুরক্ষা ইউনিয়ন পক্ষ থেকে দাওয়াত-ই- ইফতার পার্টির আয়োজন করা হয়.।নিউমার্কেট হকার্স সুরক্ষা ইউনিয়ন প্রেসিডেন্ট মদন মিত্র মহাশয়,জেনারেল সেক্রেটারি সৈইফ খান,ভাইস প্রেসিডেন্ট মুক্তার আহমেদ,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ শামীম,ওয়াকিং প্রেসিডেন্ট মনি দা এবং মোঃ কালাম,জয়েন্ট জেনারেল সেক্রেটারি ভি,জে রহিম,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহিদ হোসেন,এছাড়া তৃণমূলের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ নাদিমুল হক, মনোরঞ্জন ভট্টাচার্য, স্বর্ণকমল সাহা,নাসিমা আলী।নিউমার্কেট হকার্স সুরক্ষা ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট মুক্তার আহমেদ পক্ষ থেকে তিন হাজার মানুষের ইফতার পার্টির আয়োজন করা হয়।
Comments
Post a Comment