কলকাতায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশাহ ই হিন্দুস্থান

গোপাল দেবনাথ, কলকাতা: অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশাই হিন্দুস্থান গত ১৫ জুন রবিবার আয়োজিত হল জ'পুরের মুক্তমন মুক্ত মঞ্চে। সহায়তায় ইন্ডিয়ান আয়রন লিফটিং ফেডারেশন। ৬ বছর বয়স থেকে ৭০ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিনের প্রতিযোগিতায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বিহার ওড়িশা, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের প্রতিযোগীরা এই প্রতিযোতায় অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপি এই প্রতিযোগিতায় ১০০ জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন বিচারকদের চুলচেরা বিচারে আয়রন লিফটিং এ স্ট্রংম্যান এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস এর খেতাব জিতে নেয় সৌরভ দাস। বডিবিল্ডিং এ সব বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হয় সৌমেন মুখার্জী। টিম চ্যাম্পিয়ন হয় ওয়েলকাম ইন্ডিয়ান জিম। যোগা টিম চ্যাম্পিয়ন হয় অতসি যোগা ওয়ার্ল্ড। শাহেনশা ই হিন্দুস্থান এ সব বিভাগ মিলিয়ে মিঃ ইন্ডিয়ার খেতাব জিতে নেয় সুকল্যান কুন্ডু। এদিন আয়রন লিফটিং, যোগা, ডান্স, আর্ম ফাইটিং , বডি বিল্ডিং প্রতিযোগীতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক বডি বিল্ডার অশোকরাজ,পার্থ চন্দ, সুকুমার দাস, গৌ...