Posts

Showing posts from June, 2025

কলকাতায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশাহ ই হিন্দুস্থান

Image
গোপাল দেবনাথ, কলকাতা: অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশাই হিন্দুস্থান গত ১৫ জুন রবিবার আয়োজিত হল জ'পুরের মুক্তমন মুক্ত মঞ্চে। সহায়তায় ইন্ডিয়ান আয়রন লিফটিং ফেডারেশন। ৬ বছর  বয়স থেকে ৭০ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিনের প্রতিযোগিতায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বিহার ওড়িশা, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের প্রতিযোগীরা এই প্রতিযোতায় অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপি এই প্রতিযোগিতায় ১০০ জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন বিচারকদের চুলচেরা বিচারে আয়রন লিফটিং এ স্ট্রংম্যান এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস এর খেতাব জিতে নেয় সৌরভ দাস। বডিবিল্ডিং এ সব বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হয় সৌমেন মুখার্জী। টিম চ্যাম্পিয়ন হয় ওয়েলকাম ইন্ডিয়ান জিম। যোগা টিম চ্যাম্পিয়ন হয় অতসি যোগা ওয়ার্ল্ড। শাহেনশা ই হিন্দুস্থান এ সব বিভাগ মিলিয়ে মিঃ ইন্ডিয়ার খেতাব জিতে নেয় সুকল্যান কুন্ডু। এদিন আয়রন লিফটিং, যোগা, ডান্স, আর্ম ফাইটিং , বডি বিল্ডিং প্রতিযোগীতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক বডি বিল্ডার অশোকরাজ,পার্থ চন্দ, সুকুমার দাস, গৌ...

তথ্য সেন্সাসে সুরক্ষিত তো? কড়া চ্যালেঞ্জের মুখোমুখি কেন্দ্র

Image
সুমন পাত্র, বিশেষ প্রতিবেদন: নরেন্দ্র মোদির ডিজিটাল ভারত। সাইবার প্রতারণারও বটে। প্রতারকদের হাতে চাই শুধু একটাই অস্ত্র—ডেটা। তথ্য। আম আদমির তথ্য। আর ভারতের সবচেয়ে বড় তথ্যভাণ্ডার কী? সেন্সাস রিপোর্ট। সাধারণ মানুষের প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য‌ পাওয়া যায় এখানেই। আসন্ন জনগণনা তাই যত না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি চ্যালেঞ্জেরও। কারণ, এবার সবটাই হবে ডিজিটাল পদ্ধতিতে। এবং কোডে। যেমন, হিন্দু হলে ‘১’। মুসলমান হলে ‘২’ ইত্যাদি। রাজ্যে রাজ্যে অগুনতি সরকারি কর্মী-অফিসার নামবেন কাজে। তথ্য সংগ্রহ করবেন। তা আপডেট করবেন নিজেদের ডিভাইসের অ্যাপে। সেই তথ্য সরাসরি আপলোড হবে দিল্লির মান সিং রোডে ‘জনগণনা ভবনে’র সেন্ট্রাল সার্ভারে। প্রশ্ন একটাই, কোনওভাবে এই ডেটা ‘লিক’ হয়ে যাবে না তো? এখন খোলা বাজারে বিক্রি হয় মানুষের ‘গোপন’ তথ্য। জনগণনাতেও কিন্তু প্রত্যেকের তথ্যই ‘গোপনীয়’। ফর্মের উপরে তা লেখাও থাকে। সবই যেখানে মানুষের উপর নির্ভরশীল, তথ্য পাচারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র। সেন্সাস ডেটা সুরক্ষিত করতে শুরু হয়েছে দফায় দফায় বৈঠক। চ্যালেঞ্জ একটাই—‘গোপন’ তথ্য সুরক্ষিত রাখা। আজ, সোমবার প্রকাশ হবে জ...

ভারতীয় সেনাদের উদ্যোগে রক্তদান উৎসব

Image
শুভ ঘোষ, কলকাতা: রক্তদান মহৎ দান। আর তাই জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে রবিবাসরীয় সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করলো তাপারিয়া বিকাশ পরিষদ। এদিন ভারতীয় সেনা জওয়ানদের সহযোগিতায় তাপারিয়া বিকাশ পরিষদ বিগত তিন বছরের ন্যায় এ বছরও রক্তদান শিবির আয়োজন । কলকাতার ব্রজোদুলাল স্ট্রিট এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে সম্পন্ন হয় এইদিনের এই অনুষ্ঠান। যেখানে বহু রক্তদাতার স্বত্বংস্ফূর্ত ভাবে অংশ নেন।  ইস্ট্যান্ড কমান্ড হাসপাতালের মেডিকেল টিমের সহযোগিতায় এই দিনের এই রক্তদান উৎসব সম্পন্ন হয়।  তাপারিয়া বিকাশ পরিষদের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীদের বিশেষ ভাবে সম্মান জ্ঞাপন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইলোরা সাহা, সমাজসেবী মৃনাল সাহা, সূর্য প্রকাশ টেডব্রুয়াল,অমৃতা নেওয়ার, সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত ,সাথী তাপারিয়া, গোপাল তাপারিয়া,বিনয় কৃষ্ণ তাপারিয়া,নন্দ কিশোর লেখোটিয়া,নরেশ কৃষ্ণা, লাখোটিয়া,শ্রীকান্ত সুশীল রামেশ্বর সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা।  

ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে রক্তদান শিবির

Image
  শুভ ঘোষ, কলকাতা:  তাপারিয়া বিকাশ পরিষদ পরিচালনায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় চতুর্থতম রক্তদান শিবির আয়োজন উত্তর কলকাতা ব্রজোদুলাল স্ট্রিট কলকাতা-৭ (রমা ভবনে)। এই রক্ত ইস্ট্যান্ড কমান্ড (কমান্ডো হসপিটাল) ইন্ডিয়ান আর্মি সহযোগিতা গ্রহণ করেন। ৭০জন রক্তদাতা রক্তদান করেন।এই সংস্থার আর্মিদের জন্য এরকম চিন্তাধারার অনশ্রী কার্য।কামান্ডো হসপিটালে ইন্ডিয়ান আর্মি সহযোগিতায় রক্তদান শিবিরের সাধারণ মানুষের কাছে সত্যিই খুব দুর্লভ ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ইলোরা সাহা,বিশিষ্ট সমাজসেবী মৃনাল সাহা,শ্রী সূর্য প্রকাশ টেডব্রুয়াল,অমৃতা নেওয়ার,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,সাথী তাপারিয়া,শ্রী গোপাল তাপারিয়া,বিনয় কৃষ্ণ তাপারিয়া,নন্দ কিশোর লেখোটিয়া,নরেশ কৃষ্ণা, লাখোটিয়া,শ্রীকান্ত সুশীল রামেশ্বর বিশিষ্ট অতিথিবর্গ সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়।