ভারতীয় সেনাদের উদ্যোগে রক্তদান উৎসব
শুভ ঘোষ, কলকাতা: রক্তদান মহৎ দান। আর তাই জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে রবিবাসরীয় সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করলো তাপারিয়া বিকাশ পরিষদ। এদিন ভারতীয় সেনা জওয়ানদের সহযোগিতায় তাপারিয়া বিকাশ পরিষদ বিগত তিন বছরের ন্যায় এ বছরও রক্তদান শিবির আয়োজন । কলকাতার ব্রজোদুলাল স্ট্রিট এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে সম্পন্ন হয় এইদিনের এই অনুষ্ঠান। যেখানে বহু রক্তদাতার স্বত্বংস্ফূর্ত ভাবে অংশ নেন।
ইস্ট্যান্ড কমান্ড হাসপাতালের মেডিকেল টিমের সহযোগিতায় এই দিনের এই রক্তদান উৎসব সম্পন্ন হয়। তাপারিয়া বিকাশ পরিষদের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীদের বিশেষ ভাবে সম্মান জ্ঞাপন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইলোরা সাহা, সমাজসেবী মৃনাল সাহা, সূর্য প্রকাশ টেডব্রুয়াল,অমৃতা নেওয়ার, সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত ,সাথী তাপারিয়া, গোপাল তাপারিয়া,বিনয় কৃষ্ণ তাপারিয়া,নন্দ কিশোর লেখোটিয়া,নরেশ কৃষ্ণা, লাখোটিয়া,শ্রীকান্ত সুশীল রামেশ্বর সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা।
Comments
Post a Comment