ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে রক্তদান শিবির
শুভ ঘোষ, কলকাতা: তাপারিয়া বিকাশ পরিষদ পরিচালনায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় চতুর্থতম রক্তদান শিবির আয়োজন উত্তর কলকাতা ব্রজোদুলাল স্ট্রিট কলকাতা-৭ (রমা ভবনে)। এই রক্ত ইস্ট্যান্ড কমান্ড (কমান্ডো হসপিটাল) ইন্ডিয়ান আর্মি সহযোগিতা গ্রহণ করেন। ৭০জন রক্তদাতা রক্তদান করেন।এই সংস্থার আর্মিদের জন্য এরকম চিন্তাধারার অনশ্রী কার্য।কামান্ডো হসপিটালে ইন্ডিয়ান আর্মি সহযোগিতায় রক্তদান শিবিরের সাধারণ মানুষের কাছে সত্যিই খুব দুর্লভ ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ইলোরা সাহা,বিশিষ্ট সমাজসেবী মৃনাল সাহা,শ্রী সূর্য প্রকাশ টেডব্রুয়াল,অমৃতা নেওয়ার,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,সাথী তাপারিয়া,শ্রী গোপাল তাপারিয়া,বিনয় কৃষ্ণ তাপারিয়া,নন্দ কিশোর লেখোটিয়া,নরেশ কৃষ্ণা, লাখোটিয়া,শ্রীকান্ত সুশীল রামেশ্বর বিশিষ্ট অতিথিবর্গ সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়।
Comments
Post a Comment