প্রয়াত বাম নেতা উদয় সরকার
কল্যাণ দত্ত , পূর্ব বর্ধমান: সিপিআই(এম), পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, কৃষকসভার নেতা ও অবিভক্ত বর্ধমান জেলার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ছিলেন উদয় সরকার । গভীর রাতে জীবনাবসান হয়েছে বর্ধমানের একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে। গত ২০২০ সালের মার্চ মাসে কোভিডের সময় প্যানক্রাইটিস-এ ক্যান্সার রোগে আক্রান্ত হন তিনি । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৬ অক্টোবর বর্ধমান এর বেসরকারী চিকিৎসাকেন্দ্র (ক্যামরী হাসপাতালে ) ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার অর্থাৎ ২৮ অক্টোবর বিকেলের পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে । আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করছিলেন চিকিৎসকরা । কোমায় আচ্ছন্ন বলে খবর এসে পৌঁছায় বৃহস্পতিবারই । অবশেষে গভীর রাত্রে অর্থাৎ শুক্রবার প্রয়াত হলেন অবিভক্ত বর্ধমান জেলার বাম আন্দোলনের অতি পরিচিত মুখ উদয় সরকার। শোকের ছায়া এলাকায়। দলীয় সুত্রে জানা গিয়েছে , মরদেহ প্রথমে তাঁর বর্ধমানের বাসভবনে, তারপর বর্ধমানের পার্কাস রোডে সিপিআই(এম) জেলা দপ্তরে শুক্রবার সকালে নিয়ে আসা হয়। শেষ শ্রদ্ধা জানানোর জন্য ১ ঘণ্টা মরদেহ শায়িত থাকে জেলা দপ্তরে। তারপর সেখান থেকে সগরাই পার্টি অফ...