অসহায়দের পাশে পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ


সন্তু সামন্ত, পূঃ মেদিনীপুরঃ
  কথাতেই আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আর এই পুজো মরশুমে  বানভাসি পূর্ব মেদিনীপুরবাসীদের কথা ভেবে সর্বহারাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে সচেষ্ট হলো বাংলা পক্ষ । 


কলাবেড়িয়া গ্ৰামের দুস্তব অসহায় করুণ মানুষদের কাছে পৌঁছে দিলেন পুজোর নতুন রকমারি উপহার। নিত্য প্রয়োজনীয় নানা রকমের খাদ্য সামগ্রী থেকে শুরু করে করোনার হাত থেকে নিজেদের রক্ষার্থে মাস্ক এবং স্যানিটাইজারও তুলে দেওয়া হয় বাংলা পক্ষের পক্ষ থেকে। 

একটানা বৃষ্টিতে চরম দুর্গোভ। বিপদ সীমার ওপর দিয়ে জল বয়ে গিয়েছে নদীগুলিতে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ভেসে গিয়েছে ঘরবাড়ি, চাষের জমি। বিপর্যস্ত জনজীবন। শহরের ছবিটাও একই রকম। বৃষ্টি থামার পরেও বেশ কয়েকদিন জলমগ্ন হয়েছিল গ্রামের পর গ্রাম। এরকম পরিস্থিতিতে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ। 


কিছু শুকনো খাবার নিয়ে  পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষের তরফ থেকে জলে প্লাবিত ভগবানপুর বিধানসভা অন্তর্গত কোটবাড় অঞ্চলে কলাবেড়িয়া গ্ৰামে ৩৫০ জন দুঃস্থ পরিবার কে ত্রান বিতরণ করা হলো| পরিস্থিতি পরিদর্শন করে, ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছলেন পূর্ব মেদিনীপুর  জেলার বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা।


Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো