পজিটিভ গ্রূপ আয়োজন করেছিল বেঙ্গল লুকবুক -২০২১

গোপাল দেবনাথ , কলকাতা: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উচ্চতর মার্গের সংস্কৃতির কথা বিশ্ববাসী বহুকাল ধরেই অবগত আছেন। এই বাংলার নৃত্য, সংগীত, শিল্প, সাহিত্য ও সিনেমার কদর সর্বত্রই আছে। বাঙালি পৃথিবীর যে প্রান্তেই বাস করুন না কেন তারা এই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার চেস্টা করেন। এই বাংলার সংস্কৃতি কে তুলে ধরতে গত ১৭ অক্টোবর রাজারহাট এর হলিডে ইন হোটেলে বাংলার সংগীত সহ বাংলার সুন্দর সংস্কৃতি কে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য একটি মন মাতানো এবং মনে রাখার মতো অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানটি কে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গ্রানডুড়া লেইসর এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল(জল এবং পরিবেশ বিভাগ)। 


বেঙ্গল লুকবুক -২০২১ তিনটি রাউন্ডে আয়োজন করা হয়েছিল। বাংলার সাংস্কৃতি এবং অসাধারণ সংগীতানুষ্ঠানের  আয়োজন এর আগে হয়েছে বলে আমাদের জানা নেই এই কথা সাংবাদিকদের জানালেন, বেঙ্গল লুকবুক এর প্রতিষ্ঠাতা সঞ্চিত শর্মা এবং শিরীন আহুজা। প্রতিষ্ঠাতাদের দাবি এই ধরনের অনুষ্ঠান এই বাংলায় অনুষ্ঠিত হয়নি। যদিও এটা আমাদের প্রথম উদ্যোগ। এই অনুষ্ঠানটিকে ঐতিহাসিক বলা যেতে পারে। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন হেমন্ত ভুজবল, তনভীর খান এবং ভার্গোবি দেবী। এই প্রতিযোগীতার বিচারক মন্ডলীর আসনে বসে ছিলেন বিনীত দুবে, টিনা, মনপ্রীত সিং, পারমিতা ব্যানার্জী এবং শ্যাম সুন্দর বসু।

About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGKtL8ZT5NG966FG-L96

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের