সেই পুরোনো অস্ত্র 'ম্যানমেড তত্ত্ব '
কলমে - -রাজনৈতিক বিশ্লেষক সৌগত দত্ত
রাজ্য যতই নিরন্তর বন্যার প্রবাহে ধুয়ে যাক না কেন , রাজ্য রাজনীতির সেই চিরাচরিত ধারার গতিপথ যেন দশকের পর দশক ধরে অব্যাহত থেকে যায় । আমরা জানি কলকাতা , ঘাঁটাল, খানাকুল , দীঘা , সুন্দরবন সংলগ্ন অঞ্চলের মতো পশ্চিমবঙ্গের কিছু জায়গা দশকের পর দশক ধরে নিম্নচাপ অথবা বর্ষাকালে বন্যা ও জলযন্ত্রণার শিকার হয়ে এসেছে । এর পিছনে যদিও অনেক প্রাকৃতিক ও পরিবেশগত কারণ আছে এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে মানুষের অসচেতনতা-উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে দায়ী করতে পারেন পরিবেশ বিশেষজ্ঞরা কিন্তু , পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বন্যার কারণ হিসেবে সর্বপ্রথম 'ম্যানমেড 'তত্ত্বের মতো এক মুখোরোচক তত্ত্বের উপস্থাপনা করেছিলেন আমাদের জনপ্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখন তিনি ছিলেন বিরোধীদলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই তত্ব তখন তাঁর কাছে হয়ে উঠেছিল তৎকালীন বাম সারকারের বিরুদ্ধে ধারালো অস্ত্র । কিন্তু আজ সময়ের চাকা সেদিনকে পিছনে ফেলে অনেকদূর এগিয়ে এসেছে বাংলার মানুষ বাম সরকার পতনের সাক্ষী থেকেছে , সেই সঙ্গে অভিজ্ঞতা লাভ করেছেন দীর্ঘ ১০ বছরের তৃণমূল শাসনের ।
আজও বানভাসী মানুষদের চোখের জল নিঃশব্দে মিশে যাচ্ছে হাঁটুজমা জলে । আর এদিকে এখন শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই আগের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আরোপ-দোষারোপের রাজনীতি থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি । তিনি ঠিক যেমন আগে রাজ্যের বাম সরকারের বিরোধিতার জন্য রাজ্যের বন্যাকে 'ম্যানমেড ' তকমা দিয়ে ব্যখ্যা করতেন , সেরকম আজও এই বন্যার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের সরকারের ত্রুটিগুলি ঢাকতেই আবারও সেই ' ম্যানমেড ' তত্ত্বের ঢাক পেটাতে শুরু করেছেন ।
বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে বন্যার কারণ হিসেবে যে 'ম্যানমেড' তত্ত্বের কথা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন সেখানে বারংবার বলা হয়েছে DVC নাকি কাওকে না জানিয়ে রাতারাতি বিপুল পরিমাণে জল ছেড়েছে । কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যাবে DVC এর জল ছাড়ার জন্য যেই কমিটি DVRRC সেখানে থাকে পশ্চিমবঙ্গ সরকারের একজন মেম্বার । সেই DVRRC এর পরামর্শ অনুসারেই জল ছাড়ে DVC ।তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে যে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক সদস্য DVC তে থাকেন তাঁর কাছ থেকে কি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না ? দ্বিতীয়ত অফিসিয়াল নিয়ম অনুসারে জল ছাড়ার আগে DVRRC এর তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব এবং অন্যান্য জেলা আধিকারিকদের কাছে খবর পাঠানো হয় । এবিষয়ে অফিসিয়াল সাইটে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বীকারোক্তি প্রদান করেছে খোদ DVC এবং সংবাদমাধ্যমে একই মত পোষণ করেছেন DVC এর প্রাক্তন ডিরেক্টর সত্যব্রত ব্যানার্জি এবং প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার শঙ্কর বন্দ্যোপাধ্যায়ও । তাই জল ছাড়ার তথ্য কি সত্যিই রাজ্য সরকারের কাছে ছিল না ,নাকি বর্ষার আগে বন্যানিয়ন্ত্রণ পদ্ধতিতে রাজ্য সরকারের খামতি ও সরকারি পরিকাঠামোগুলির মধ্যে সমন্বয়ের অভাবকে চাপা দিতে একটা রাজনৈতিক গেম খেলা হচ্ছে ?
এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী একদম একটা যথার্থ কথাই বলেছিলেন হয়তো , যদি DVC সত্যিই এরকম কাজ করে থাকে তাহলে তো সেটা গনহত্যার সমান হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি সত্যি প্রমাণ থাকে এই ' 'ম্যানমেড বন্যা' তত্ত্ব নিয়ে তাহলে তো তিনি হাইকোর্টে মামলা করতেই পারেন । হয়তো মাননীয়ার সেই সৎ সাহস নেই কারণ বিজেপির রাজ্যসভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের কাছে মাননীয়ার এই অভিযোগ ধূলিস্যাৎ করার মতো উপযুক্ত প্রমাণ আছে ।
Subscribe to our YouTube channel here: https://youtube.com/c/sothikBarta
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment