সেই পুরোনো অস্ত্র 'ম্যানমেড তত্ত্ব '

 কলমে - -রাজনৈতিক বিশ্লেষক সৌগত দত্ত

রাজ্য যতই নিরন্তর বন্যার প্রবাহে ধুয়ে যাক না কেন , রাজ্য রাজনীতির সেই চিরাচরিত ধারার গতিপথ যেন দশকের পর দশক ধরে অব্যাহত থেকে যায় । আমরা জানি কলকাতা , ঘাঁটাল, খানাকুল , দীঘা , সুন্দরবন সংলগ্ন অঞ্চলের মতো পশ্চিমবঙ্গের কিছু  জায়গা দশকের পর দশক ধরে নিম্নচাপ অথবা বর্ষাকালে বন্যা ও জলযন্ত্রণার শিকার হয়ে এসেছে ।  এর পিছনে যদিও অনেক প্রাকৃতিক ও পরিবেশগত কারণ আছে এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে মানুষের অসচেতনতা-উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে দায়ী করতে পারেন পরিবেশ বিশেষজ্ঞরা কিন্তু , পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বন্যার কারণ হিসেবে সর্বপ্রথম 'ম্যানমেড 'তত্ত্বের মতো এক মুখোরোচক তত্ত্বের উপস্থাপনা করেছিলেন আমাদের জনপ্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখন তিনি ছিলেন বিরোধীদলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই তত্ব তখন তাঁর কাছে হয়ে উঠেছিল তৎকালীন বাম সারকারের বিরুদ্ধে ধারালো অস্ত্র । কিন্তু আজ সময়ের চাকা সেদিনকে পিছনে ফেলে অনেকদূর এগিয়ে এসেছে বাংলার মানুষ বাম সরকার পতনের সাক্ষী থেকেছে , সেই সঙ্গে অভিজ্ঞতা লাভ করেছেন  দীর্ঘ ১০ বছরের তৃণমূল শাসনের । 

আজও বানভাসী মানুষদের চোখের জল নিঃশব্দে  মিশে যাচ্ছে হাঁটুজমা জলে । আর এদিকে এখন শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই আগের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আরোপ-দোষারোপের রাজনীতি থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি । তিনি ঠিক যেমন আগে রাজ্যের বাম সরকারের বিরোধিতার জন্য রাজ্যের বন্যাকে 'ম্যানমেড ' তকমা দিয়ে ব্যখ্যা করতেন , সেরকম আজও এই বন্যার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের সরকারের ত্রুটিগুলি ঢাকতেই আবারও সেই ' ম্যানমেড ' তত্ত্বের ঢাক পেটাতে শুরু করেছেন । 

বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে বন্যার কারণ হিসেবে যে 'ম্যানমেড' তত্ত্বের কথা  মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন সেখানে বারংবার বলা হয়েছে DVC নাকি কাওকে না জানিয়ে রাতারাতি বিপুল পরিমাণে জল ছেড়েছে । কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যাবে DVC এর জল ছাড়ার জন্য যেই কমিটি DVRRC সেখানে থাকে পশ্চিমবঙ্গ সরকারের একজন মেম্বার । সেই DVRRC  এর পরামর্শ অনুসারেই জল ছাড়ে DVC । 


তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে যে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক সদস্য DVC তে থাকেন তাঁর কাছ থেকে কি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না ? দ্বিতীয়ত অফিসিয়াল নিয়ম অনুসারে জল ছাড়ার আগে DVRRC  এর তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব এবং অন্যান্য জেলা আধিকারিকদের কাছে খবর পাঠানো হয় । এবিষয়ে অফিসিয়াল সাইটে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বীকারোক্তি প্রদান করেছে খোদ DVC এবং সংবাদমাধ্যমে একই মত পোষণ করেছেন DVC এর প্রাক্তন ডিরেক্টর সত্যব্রত ব্যানার্জি এবং প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার শঙ্কর বন্দ্যোপাধ্যায়ও । তাই  জল ছাড়ার তথ্য কি সত্যিই রাজ্য সরকারের কাছে ছিল না ,নাকি বর্ষার আগে বন্যানিয়ন্ত্রণ পদ্ধতিতে রাজ্য সরকারের খামতি ও সরকারি পরিকাঠামোগুলির  মধ্যে সমন্বয়ের অভাবকে চাপা দিতে একটা রাজনৈতিক গেম খেলা হচ্ছে ? 

এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী একদম একটা যথার্থ কথাই বলেছিলেন হয়তো , যদি DVC সত্যিই এরকম কাজ করে থাকে তাহলে তো সেটা গনহত্যার সমান হবে এবং  মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি সত্যি প্রমাণ থাকে এই ' 'ম্যানমেড বন্যা' তত্ত্ব নিয়ে তাহলে তো তিনি হাইকোর্টে মামলা করতেই পারেন । হয়তো মাননীয়ার সেই সৎ সাহস নেই কারণ বিজেপির রাজ্যসভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের কাছে মাননীয়ার এই অভিযোগ ধূলিস্যাৎ করার মতো উপযুক্ত প্রমাণ আছে ।


Subscribe to our YouTube channel here: https://youtube.com/c/sothikBarta

About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো