Posts

Showing posts from February, 2023

ইস্টবেঙ্গলের পর মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর উদ্বোধন হয়ে গেল

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা:  ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানের ময়দানে যুক্ত হল একটি লাইব্রেরী। এদিন ভাষা দিবসের সন্ধিক্ষণে উদ্বোধন হয়ে গেল মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর। কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফ্রিতে কেটে একদিন মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়াও উদ্বোধনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াবিদ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা।  মোহনবাগানের সকল কর্তারাও উপস্থিত ছিলেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে। মোহনবাগানের সভাপতি টুটু বসু উদ্বোধনী উপস্থিত না থাকলেও প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুকে দেখা গিয়েছে এই দিনে এই অনুষ্ঠানে।  সুবিশাল এই মোহনবাগানের স্পোর্টস গ্রন্থাগারে থাকছে ১৫০-র উপর বই। অনেক সংস্থাও এগিয়ে এসেছে তাদের নানা রকমের বই সংগ্রহ করে রাখার জন্য। বিভিন্ন ধরনের খেলাধুলোর বই থাকবে এই লাইব্রেবিতে। গবেষক বা সংবাদকর্মীরা মোহনবাগান ক্লাবে বসে তাঁদের পছন্দের বই পড়তে পারবেন। যে কোন বিষয়ে গবেষণার ক্ষেত্রেও কাজে লাগতে পারে মোহনবাগান স্পোর্টস লাইব্রেরী। আগামীতে বিভিন্ন খেলাধুলোর বই নিয়ে বইমেলা...

বেনারসে শিবরাত্রি উৎযাপনে অজয় দেবগন

Image
  নিজস্ব প্রতিবেদন, বেনারস: মহা শিবরাত্রির শুভ দিন উদযাপন করলেন অভিনেতা অজয় দেবগন। শ্যুটিংয়ের ফাঁকে সেই ছবি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভক্তদের সাথে।  বলিউড অভিনেতা অজয় ​​দেবগন বেনারসে গঙ্গা ঘাটে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অজয় দেবগন তার ভোলা চলচ্চিত্রের জন্য একটি আরতি সিকোয়েন্সের শুটিংয়ে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন। তিনি মহা আরতির ছবি সহ তার অভিজ্ঞতা শেয়ার করেন।

আসছে আন্তর্জাতিক যন্ত্রশিল্পী তাজিম শেখের অ্যালবাম

Image
দেবব্রত রায় চৌধুরী: এদেশে বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী শিল্পীর তালিকাটি ছোট্ট নয়। প্রথমেই মনে পড়ে সুরকার আর ডি বর্মণের কথা বাংলায় ভি বালসারা ছিলেন এমন এক প্রতিভা। এই মুহূর্তে আর একটি নাম সেই তালিকায় যুক্ত হয়েছে। তিনি তাজিম শেখ। ক্লাস সিক্সে পড়ার সময়ে তাজিমের পিয়ানো শিক্ষা শুরু জয়ন্ত আদকের কাছে। ফরাসি ভাষায় স্নাতক হয়ে তাজিম যোগ দেন এ আর রহমানস ফাউন্ডেশন কে এম মিউজিক কনজারভেটরিতে । পাশ্চাত্য ধ্রুপদী পিয়ানোবাদন শেখেন ডা: অ্যাডাম গ্রেগের কাছে। সঙ্গে হিন্দুস্থানী পিয়ানোবাদনও করায়ত্ত করেন তাজিম শেখ। এরপর তাজিমের জ্যাজ শেখা শুরু প্রদ্যুম্ন সিং মানোটের কাছে। তাজিম শেখের যন্ত্রসঙ্গীতের অনুপ্রেরণা মাইলস ডেভিড, আহমেদ জামাল, ডেবসি, রাভেল , পণ্ডিত যশরাজ , পণ্ডিত শিবকুমার শর্মা ও শক্তির মত ব্যান্ড এবং টাইগ্রান হামাসায়ান ট্রায়োর মত স্বনামধন্য সঙ্গীত সাধক যন্ত্রসঙ্গীত শিল্পী তাজিমকে প্রভাবিত করেছে। ইতিমধ্যেই তাজিমের মিলেছে আন্তর্জাতিক মানের স্বীকৃতি। স্যাট ওয়ার্ল্ড লিগের মত রিয়ালিটি শো তে যেমন বিজয়ী হয়েছেন, তেমন ব্রিলিয়ান্ট আন্তর্জাতিক পিয়ানো উৎসবে হয়েছেন প্রথম। তাজিমের ...

পঞ্চায়েত সদস্যর উদ্যোগে বয়স্ক নাগরিকদের নিয়ে মায়াপুর ভ্রমন

Image
সুমন্ত দাস, মায়াপুর: কথায় আছে মায়াপুর ধাম বারবার  আর সেই  কথা মাথায় রেখে সোনারপুর দুই নং গ্রাম পঞ্চায়েত  সদস‍্য সুমন হালদারের  উদ্যোগ  মথুরাপুর  এলাকার  প্রবীণ  নাগরিকদের  নিয়ে মায়াপুর ভ্রমনের এক কর্মসূচি  গ্রহন করা হয়েছে। সুমনববাবু জানান মথুরাপুর  এলাকার অনেক বয়স্ক নাগরিক  আছে যাদের সামর্থ‍্য নেই  মায়াপুর দর্শনের তাই তাদের কথা মাথায় রেখে তিনি এমন উদ্যোগ  নিয়েছেন। গতবছর প্রথম এই উদ্যোগ  গ্রহন করেন সুমন বাবু আর তাতে ব‍্যাপক সাড়া পরে। সেই  কথা মাথায়  রেখে এবার এমন উদ্যোগ  নেওয়া হয়েছে।  প্রায় একশো কুড়ি প্রবীণ  নাগরিককে দুটি বাসে করে মায়াপুর ভ্রমনের ব‍্যবস্থা করেন সুমনবাবু। আজ সকালে মায়াপুর দর্শন করে প্রবীন নাগরিকরা আনন্দের সুরে সুমন বাবুর এই উদ্যোগের প্রশংসা  করেন এবং  তাদের একটাই  আবদার বছর বছর যেন এমন উদ্যোগ  তিনি গ্রহন করেন। 

অনলাইন গেমিং প্ল্যাটফর্ম জুপী সালমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর

Image
দক্ষতা ভিত্তিক অনলাইন গেমিং প্ল্যাটফর্ম জুপী সালমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ দিয়েছে ● এই অংশীদারিত্ব দক্ষতা ভিত্তিক অনলাইন ক্যাজুয়াল এবং বোর্ড গেমগুলির মাধ্যমে অর্থবহ বিনোদন প্রদানের জন্য জুপীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে     ● সালমান খান জুপীর নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন '১০ মিনিট মে গেম হো যায়েগা'-এর সাথে তার সম্পর্ক শুরু করেন। অভিনেতাকে টিভি, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মজুড়ে জুপীর মাল্টিমিডিয়া প্রচারাভিযানে দেখা যাবে। Kolkata, 17th February, 2023: ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল অনলাইন দক্ষতা ভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম জুপী আজ সবচেয়ে বড় সুপারস্টার সালমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে। এই সহযোগিতার মাধ্যমে, জুপী ক্রমবর্ধমান অনলাইন গেমিং স্পেসে তার উপস্থিতি প্রসারিত করতে এবং অর্থবহ বিনোদনের সর্বাধিক পছন্দসই ফর্ম হিসাবে দক্ষতা ভিত্তিক গেমিং প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে চায়।  এই অংশীদারিত্বের অংশ হিসাবে, জুপী '১০ মিনিট মে গেম হো জায়েগা' শিরোনামে একটি ব্র্যান্ড ক্যাম্পেইন চালু করেছে, যার লক্ষ্য জুপীর মজাদার ছোট গেমগুল...

তুরস্ক এবং সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৪১ হাজার মৃতদেহ

Image
  নিজস্ব প্রতিবেদনঃ   মৃত্যুপুরী তুরস্ক এবং সিরিয়া। গত ৬ই ফেব্রুয়ারী তীব্র ভুমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। দিনে দিনে ভুমিকম্পের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃত দেহ। কেউ ঠান্ডায় । আবার কেউ খাবার, জল কিছু না পেয়ে প্রাণ হারিয়েছেন। আজ তার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজারে। হাসপাতালগুলোতে মৃতদের রাখতে রাখতে স্তুপাকৃতিতে পরিণত হয়েছে।  ভেঙে পড়া ধ্বংসস্তুপ সরালেই শুধু মৃতদেহ। চারিদিকে শুধু কান্না আর প্রিয়জনদের হারানোর আর্তনাদ।তীব্র ঠান্ডা এবং শৈতপ্রবাহের কারণে যথেষ্ট বাঁধা পড়ছে উদ্ধারকাজেও। রাষ্ট্রপুঞ্জের তরফে উদ্ধারকারী দল সিরিয়ার সরকার-বিরোধী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলিতে উদ্ধার কাজে নামলেও বিশেষ কোন লাভ হয়নি। বিপর্যয় মোকাবিলার নীতি নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়তেও হয়েছে তুরস্ক সরকারকে।     

ভালোবাসা দিবসে হাজার মোমবাতির আলোয় সুভাষগ্রামে শহিদ স্বরণ

Image
  সুমন্ত দাস,  সোনারপুর : চোদ্দ ফেব্রুয়ারি  ভ‍্যালেনটাইন ডে অর্থ্যাৎ ভালোবাসার  দিন।  কিন্তু  এই ভালোবাসার  দিনে আজ থেকে কয়েক বছর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এক মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছিল সৈনিকদের। সন্ত্রাসদের হাত থেকে ভারতকে রক্ষা করার স্বার্থে প্রাণ বলি দেওয়ার মতো আত্মত্যাগকে সন্মান জানিয়ে এই দিনটিকে ভালবাসা দিবসের পাশাপাশি সারা দেশ জুড়ে কালো দিবস হিসেবে পালন করা হয়। আর তাই  এই দিনটিকে সাক্ষী রেখে শহীদের সন্মান জানিয়ে  সুভাষগ্রাম রেল ময়দানে এক হাজার মোমবাতি জ্বালানো হয়।    পুলওয়ামা হত্যাকান্ডের ঘটনা কেটেছে  অনেক বছর হলো। কিন্তু  আজও চোদ্দই  ফেব্রুয়ারি  এলে আমরা স্বরণ করি সেই ভারতমাতার বীর সন্তানদের। সেই  সন্তানদের স্বরণে সুভাষগ্রাম রেল ময়দানে  একহাজার মোমবাতি জ্বালানো হয়। এদিন পথচলতি সকল মানুষরাও সেদিনের নিহত বীর সেনাদের শ্রদ্ধা  জানিয়ে একটা করে মোমবাতি জ্বালান। একটাই স্লোগান  উঠে এদিন সুভাষগ্রাম রেল ময়দান থেকে বীর শহিদ তোমাকে ভুলছি না ভুলবো না।  

লতার জন্য গান এই প্রথম

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল বহু দিনের৷ ইচ্ছে ছিল বড়ো হয়ে সঙ্গীতেই, জগৎ চিনবে তাঁকে৷ ঠাকুরদার সঙ্গ মনের ভীতর সঙ্গীতের বীজটা রোপন করেছিল সেই ছোট্ট বেলায়৷ ঠাকুরদার অন্যতম সঙ্গীত সঙ্গী ছিল সেই ছোট্ট ছেলেটি৷ ঠাকুরদা গত হওয়ার পর জীবনের প্রথম সঙ্গীতের পথ প্রদর্শক, সঙ্গীত গুরুকে হারালেও মনের সেই রোপন করা বীজ কিন্তু নষ্ট হয়নি৷ বড়ো হওয়ার সাথে সাথে ধীরে ধীরে সঙ্গীতের প্রতি ভালোবাসা, ইচ্ছে, অদ্যম প্রচেষ্টার ফলে ঠাকুরদার বোনা বীজটা অঙ্কুর গজিয়ে চারাগাছ থেকে বৃক্ষ্যে রুপান্তরিত হতে শুরু করে৷ চলার পথে দেখা হয় আরেক সঙ্গীত প্রিয় মানুষের সাথে৷ নাম তার রঞ্জীত ৷ হলেন খুব ভালো বন্ধু দুজনে৷ দুই ইচ্ছে মিলেই শুরু হল সঙ্গীত সাধনা৷ গান লেখা, সুর দেওয়া৷ কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে সংসারের দায়িত্বে সঙ্গীতে সময়টা কমতে  থাকে৷ কিন্তু ইচ্ছে ও প্রচেষ্টা একই থাকে, সেই ছোট্টবেলার মতোই৷ সময় পেলেই কখনও একা, কখনও বা আবার দুই বন্ধু মিলে বসে পরা গান লিখতে৷ রাতের পর রাত জাগা৷ সুর দিয়ে, শ্রোতাদের মন ছোঁয়ার চেষ্টা৷ চেষ্টা করছিলেন, আরও বেশি সময় কি ভাবে সঙ্গীত চর্চায় দেওয়া যায়৷  হঠাৎই পেয়ে গেল স...