ইস্টবেঙ্গলের পর মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর উদ্বোধন হয়ে গেল
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানের ময়দানে যুক্ত হল একটি লাইব্রেরী। এদিন ভাষা দিবসের সন্ধিক্ষণে উদ্বোধন হয়ে গেল মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর। কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফ্রিতে কেটে একদিন মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়াও উদ্বোধনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াবিদ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা। মোহনবাগানের সকল কর্তারাও উপস্থিত ছিলেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে। মোহনবাগানের সভাপতি টুটু বসু উদ্বোধনী উপস্থিত না থাকলেও প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুকে দেখা গিয়েছে এই দিনে এই অনুষ্ঠানে। সুবিশাল এই মোহনবাগানের স্পোর্টস গ্রন্থাগারে থাকছে ১৫০-র উপর বই। অনেক সংস্থাও এগিয়ে এসেছে তাদের নানা রকমের বই সংগ্রহ করে রাখার জন্য। বিভিন্ন ধরনের খেলাধুলোর বই থাকবে এই লাইব্রেবিতে। গবেষক বা সংবাদকর্মীরা মোহনবাগান ক্লাবে বসে তাঁদের পছন্দের বই পড়তে পারবেন। যে কোন বিষয়ে গবেষণার ক্ষেত্রেও কাজে লাগতে পারে মোহনবাগান স্পোর্টস লাইব্রেরী। আগামীতে বিভিন্ন খেলাধুলোর বই নিয়ে বইমেলা...