ভালোবাসা দিবসে হাজার মোমবাতির আলোয় সুভাষগ্রামে শহিদ স্বরণ
সুমন্ত দাস, সোনারপুর : চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে অর্থ্যাৎ ভালোবাসার দিন। কিন্তু এই ভালোবাসার দিনে আজ থেকে কয়েক বছর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এক মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছিল সৈনিকদের। সন্ত্রাসদের হাত থেকে ভারতকে রক্ষা করার স্বার্থে প্রাণ বলি দেওয়ার মতো আত্মত্যাগকে সন্মান জানিয়ে এই দিনটিকে ভালবাসা দিবসের পাশাপাশি সারা দেশ জুড়ে কালো দিবস হিসেবে পালন করা হয়। আর তাই এই দিনটিকে সাক্ষী রেখে শহীদের সন্মান জানিয়ে সুভাষগ্রাম রেল ময়দানে এক হাজার মোমবাতি জ্বালানো হয়।
পুলওয়ামা হত্যাকান্ডের ঘটনা কেটেছে অনেক বছর হলো। কিন্তু আজও চোদ্দই ফেব্রুয়ারি এলে আমরা স্বরণ করি সেই ভারতমাতার বীর সন্তানদের। সেই সন্তানদের স্বরণে সুভাষগ্রাম রেল ময়দানে একহাজার মোমবাতি জ্বালানো হয়। এদিন পথচলতি সকল মানুষরাও সেদিনের নিহত বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে একটা করে মোমবাতি জ্বালান। একটাই স্লোগান উঠে এদিন সুভাষগ্রাম রেল ময়দান থেকে বীর শহিদ তোমাকে ভুলছি না ভুলবো না।
Comments
Post a Comment