তুরস্ক এবং সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৪১ হাজার মৃতদেহ
নিজস্ব প্রতিবেদনঃ মৃত্যুপুরী তুরস্ক এবং সিরিয়া। গত ৬ই ফেব্রুয়ারী তীব্র ভুমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। দিনে দিনে ভুমিকম্পের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃত দেহ। কেউ ঠান্ডায় । আবার কেউ খাবার, জল কিছু না পেয়ে প্রাণ হারিয়েছেন। আজ তার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজারে। হাসপাতালগুলোতে মৃতদের রাখতে রাখতে স্তুপাকৃতিতে পরিণত হয়েছে।
ভেঙে পড়া ধ্বংসস্তুপ সরালেই শুধু মৃতদেহ। চারিদিকে শুধু কান্না আর প্রিয়জনদের হারানোর আর্তনাদ।তীব্র ঠান্ডা এবং শৈতপ্রবাহের কারণে যথেষ্ট বাঁধা পড়ছে উদ্ধারকাজেও। রাষ্ট্রপুঞ্জের তরফে উদ্ধারকারী দল সিরিয়ার সরকার-বিরোধী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলিতে উদ্ধার কাজে নামলেও বিশেষ কোন লাভ হয়নি। বিপর্যয় মোকাবিলার নীতি নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়তেও হয়েছে তুরস্ক সরকারকে।
Comments
Post a Comment