Posts

Showing posts from August, 2023

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

Image
গোপাল দেবনাথ , বেলঘরিয়া: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অনন্ত কাল ধরেই সন্মান জানানোর প্রচলন আছে। যে ব্যক্তি যে বিষয়ে গুণী তাকে সম্মানিত করে সেই ব্যক্তি বা সংস্থা নিজেরাই সম্মানিত হয়ে থাকে। এমনই এক সংস্থা হলো বলো কলকাতা টিভি পরিবার। গত ১৯ আগস্ট শনিবার কামারহাটি নজরুল মঞ্চে আয়োজন করেছিল তৃতীয় তম বর্ষ বঙ্গ গৌরব উৎসব সন্মান। এদিনের অনুষ্ঠানে বহু গুণী মানুষকে সন্মান জানালো এই সংস্থা। বঙ্গ গৌরব উৎসব এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বাংলার গুণী সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী মৌসুমী দাস। মৌসুমীর জন্ম অসমে হলেও এই বাংলা তার নিজের জন্মস্থানের চেয়ে কোনো অংশে কম নয়। এই প্রতিবেদক এই সংগীতশিল্পীকে সঙ্গীত জীবনের প্রথম দিন থেকেই খুব ভালোভাবে চেনেন। মৌসুমী র আরেকটি বড় গুন ও অত্যন্ত দয়ালু মনের মানুষ এবং পশুপ্রেমী। পেট ওয়েলনেস সোসাইটি নামে তার একটি স্বেচ্ছাসেবী সংস্থাও আছে। কুকুর ও বিড়ালের প্রতি তার ভালোবাসা দৃষ্টি আকর্ষণ করে। এমনই এক প্রতিভাধর সংগীতশিল্পী মৌসুমী দাস কে সন্মান জানিয়ে বলো কলকাতা টিভি পরিবার সম্মানিত হলেন। এই অনুষ্ঠান মঞ্চেই মৌসুমী অসাধারণ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের বাহবা কুড়িয়ে ন...

বাগবাজারে বিশ্বের প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের জন্ম দিবস উৎযাপন

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: বিশ্বের সর্ব প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের চতুর্থতম জন্ম দিবস উপলক্ষে একটি শিক্ষা মূলক সেমিনারের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে আই সি সি আর ডিরেক্টর মীনাক্ষী মিশ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাজার গৌড়ীও মঠের সভাপতি তথা আচার্য্য বি. এস. সন্যাসী মহারাজ, সম্পাদক বি. পি. পুরী মহারাজ , অধ্যাপক জনাব মকবুল হোসেন এবং অধ্যাপক মহুয়া ব্যানার্জী। প্রত্যেক বক্তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ এবং তার দেখানো পথের কথা বলেন। যে সকল ছাত্র ছাত্রীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে গবেষণা করছেন এদিনের অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিলেন।  আই সি সি আর ডিরেক্টর মীনাক্ষী মিশ্র শ্রী চৈতন্য দেবের মূর্তিতে মাল্যদান করে বলেন এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই খুশি এবং তৃপ্ত। এইদিনের এই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই মঠের যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয় মঠ কমিটি যদি আমাকে জানান এবং যদি সেটা তার পক্ষে সম্ভবপর হয় তবে তিনি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। অতিব সুন্দর এই শ্রীচৈতন্য মিউজ...

কলকাতার অন্যতম সেরা লাইফস্টাইল প্রদর্শনী

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বাটস নিয়ে এসেছে দ্য প্লেজার ট্রাঙ্ক-এর প্রথম এডিশন। দুই দিনব্যাপী প্রদর্শনী 'বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক' কলকাতার গোল্ডেন টিউলিপ হোটেলে অনুষ্ঠিত হল। কলকাতায় এই গুরুত্বপূর্ণ শপিং ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ উপস্থাপন করল BAATS। BAATS হল একটি সংস্থা যা সৃজনশীলতার জগতে নতুন উচ্চাকাঙ্ক্ষী প্রতিভার বিকাশ করে। BAATS-এর অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলি সকলেই বিভিন্ন সাংস্কৃতিক এবং পেশাদার ক্ষেত্রের, কিন্তু তাদের মধ্যে যে ব্যাপারটির মিল রয়েছে তা হল সৃজনশীলতার জন্য তাদের ক্ষুধা এবং ফ্যাশন ও জীবনধারার ক্ষেত্রে পারফেকশনিস্ট হওয়া। এই দুই দিনের ইভেন্টে অংশগ্রহণকারীরা আসন্ন উৎসবের মরসুমের জন্য এক ছাদের নিচে স্বল্প বাজেট থেকে উচ্চ বাজেটের পণ্য উভয়ের মধ্যে কনজিউমার এবং ডিজাইনার পণ্যগুলি প্রদর্শন করে। ইভেন্টটি ম্যাপ ৫ ইভেন্টস দ্বারা পরিচালিত হয়েছে।   বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক প্রদর্শনীটি উদ্বোধন করেন: জয়া সীল ঘোষ, অভিনেত্রী; সিএস (ড.) অ্যাড. মমতা বিনানি, এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ডব্লিউবি চ্যাপ্টারের সভাপতি।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব ও নিতেশের এ ভি স্...

এস বি পার্ক সার্বজনিন দুর্গোৎসবের থিম প্রকাশ

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: এস বি পার্ক সার্বজনিন দুর্গোৎসব কমিটি প্রতি বছর নতুন ভাবে সাজিয়ে তোলে তাদের গোটা দুর্গা পুজোর মন্ডপ। এবছর যে আরো বেশি করে আকর্ষণ কাঁড়তে চলেছে তার আর বলার অবকাশ রাখে না। এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব তাদের উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য শহরের অন্যতম নজরকাড়া পুজো হিসেবে পরিচিত। তাদের প্রতি বছরের থিমে কিছু না কিছু নতুনত্ব থাকেই। এবারেও তার অন্যথা হচ্ছেনা। কলকাতার প্রেস ক্লাবে এদিন তারা এ বছরের পুজোর ভাবনা প্রকাশ করেন। এবছরের ভাবনা 'এলেম নতুন দেশে'।  স্টেট ব্যাঙ্ক পার্ক (এস বি পার্ক) সর্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর, এখনও পর্যন্ত তাদের উচ্চ মানের দৃষ্টিভঙ্গি এবং গভীর চিন্তার দ্বারা পুজো তথা বলা ভালো বিশেষভাবে, দুর্গা পুজোর সাথে জড়িত। সংস্থাটি পুজোর ব্যাপারটিকে গবেষণা এবং সৃজনশীল কল্পনার জগতে রূপান্তরিত করেছে। এস বি পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর, এই অক্টোবরে তাদের ৫৩ তম বছর উদযাপন করছে৷ এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে ঝলমলে ছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব ২০২...